বাহক নিউজ় ব্যুরো: পর্যটকদের টানতে অভিনব উদ্যোগ সৌদি আরবের। আগামী বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের দেশটিতে চালু হচ্ছে বিশ্বের প্রথম উড়ন্ত জাদুঘর। উড়োজাহাজে করে এই জাদুঘরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করতে হবে পর্যটকদের।রয়্যাল কমিশন ফর আলউলা ও সরকারি বিমান সংস্থা সৌদিয়া এয়ারলাইন্স এর যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই জাদুঘরটি পর্যটকদের কাছে অন্যতম গন্তব্যস্থল হয়ে উঠবে বলে আশা করছেন রয়্যাল কমিশন ফর আলউলার গবেষণা পরিচালক রেবেকা ফুটি।
সৌদির সংবাদমাধ্যম ‘আরব নিউজ’ এক প্রতিবেদনে জানিয়েছে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে আলউলা থেকে যে প্রাচীন সভ্যতার নিদর্শনগুলি আবিষ্কৃত হয়েছিল সেই নিদর্শনগুলির হুবহু নকল বা রেপ্লিকা প্রদর্শিত হবে জাদুঘরে। ওই প্রত্নতাত্ত্বিক নিদর্শন এর মাধ্যমে আলউলার ইতিহাস সম্পর্কে জানতে পারবেন গবেষকরা। রাজধানী রিয়াদ থেকে দেশের অন্যতম প্রাচীন শহর যাওয়ার পথে বিমান থেকেই ওই উড়ন্ত জাদুঘর দেখা যাবে। জাদুঘরটিতে কি কি প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে সে সম্পর্কে পর্যটকদের ‘আর্কিটেক্টস অফ অ্যানসিয়েন্ট অ্যারাবিয়া’ নামে ডিসকভারি চ্যানেলের একটি তথ্যচিত্রও দেখানো হবে। চলতি বছরেই তথ্যচিত্রটি মুক্তি পেয়েছে।
রয়্যাল কমিশন ফর আলউলার প্রত্নতত্ত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য গবেষণার পরিচালক রেবেকা ফুটির কথায়,’ আলউলা আরব উপদ্বীপের একটি লুকানো রত্ন। যত দিন গড়াচ্ছে ততোই ধীরে ধীরে আলউলার অজানা রহস্য আবিষ্কার হচ্ছে।’ সৌদি এয়ারলাইন্সের কর্পোরেট কমিউনিকেশনস এর ভাইস প্রেসিডেন্ট খালেদ তাশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন দেশের অন্যতম ঐতিহ্যশালী শহর আলউলাকে বিশ্বের কাছে তুলে ধরতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।