বাহক নিউজ় ব্যুরো: মদন মিত্রের পর এবার অনুব্রত মণ্ডল। কবজি ভাঙার নিদান এবার মদন মিত্রের সুরে অনুব্রতর গলায়। আরো একবার বিতর্কে জড়ালেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।বিজেপির প্রাক্তন ও বর্তমান রাজ্যসভাপতিকে আক্রমণ করলেন কবজি ভাঙার কথা বলে।
বৃহস্পতিবার লাভপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে এসেছিলেন অনুব্রত। সেখানে থেকেই হুঙ্কার শোনা গেল অনুব্রতর গলায়। কাটোয়ায় বিজেপির গোষ্ঠীকোন্দল প্রসঙ্গে অনুব্রতর কটাক্ষ, “ওরা আর কী করবে। বিজেপির রাজ্য সভাপতি আগে যে ছিল সে একটা ভেড়া ছিল। এখন যে এসেছে, সে একটা ছাগল। তো ছাগল আর ভেড়ার বুদ্ধিতে আর কত কী হবে! কতদূরই বা যাবে। এরকম ভেড়াৃ-ছাগলের দলবল হলে তো এটাই হবে। এ আর নতুন কী।”
এরপরই সেই বিতর্কিত মন্তব্য অনুব্রতর। বিজেপি রাজ্য সভাপতিকে আক্রমণ করে বলেন, “বিজেপি রাজ্য সভাপতি যদি বলে থাকেন মেরে দিয়ে মামলা করবেন, তাহলে বলি, মারার আগেই যদি কবজিটা ভেঙে যায় তাহলে কেমন হবে? হয় হাত দিয়ে মারতে হবে, নয়ত লাঠি হাতে মারতে হবে। কিন্তু মারার জন্য হাতটা তো ঠিক থাকতে হবে। তার আগেই যদি কবজি ভেঙে যায় তাহলে কী হবে! সেটা তো ভাবতে হবে!”
উল্লেখ্য, গত বুধবার সিউড়িতে এসেছিলেন সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ।সেই সংবর্ধনা অনুষ্ঠানে সুকান্ত মজুমদার একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। দলীয় কর্মীদের বলেছিলেন, “লড়াই করুন। লড়াই করেই আপনাদের এগোতে হবে। প্রচুর মানুষ আপনাদের উপর ভরসা রেখেছেন। বেশি হলে কী হবে? মামলা হবে। এর আগে কি মামলা হয়নি? যখন মামলা খেতেই হবে তখন মার খেয়ে মামলা খাওয়ার থেকে মার দিয়ে মামলা খাওয়া অনেক ভালো।” সুকান্তের এই মন্তব্যও বিতর্কের সৃষ্টি করেছিল রাজনৈতিক মহলে। এই মন্তব্যের পাল্টা হিসেবেই কবজি ভাঙার হুঁশিয়ারি দেন অনুব্রত।
অনুব্রতর এই মন্তব্যকে ঘিরেও বিতর্কের সূচনা হয়েছে রাজনৈতিক মহলে। এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি।
Published on Sunday, 24 October 2021, 8:20 am | Last Updated on Sunday, 24 October 2021, 8:20 am by Bahok Desk









