বাহক নিউজ় ব্যুরো: টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। প্রথম একাদশে কারা থাকবেন সে ব্যাপারে ক্রিকেট বিশেষজ্ঞ মোটামোটি একমত হলেও হার্দিক পাণ্ডিয়ার প্রথম একাদশে থাকা নিয়ে ভিন্নমত আছে। গৌতম গম্ভীরের মতে হার্দিক যদি বল না করতে পারে তাহলে তাকে প্রথমে একাদশে রাখার কোনো মানেই হয় না।
প্রথম একাদশে অলরাউন্ডার এবং ষষ্ঠ বোলার হিসেবে হার্দিক বড় ভূমিকা পালন করেন। কিন্তুু সম্পূর্ণ ফিট না থাকার কারণে ইদানীং বল হাতে দেখা যায়নি হার্দিককে। বল হাতে দেখা গেলেও শেষের ওভার গুলোয় ব্যাট হাতে ঝড় তুলতে দেখা যেতেই পারে হার্দিককে। সেই কারণে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ শুধু ব্যাটার হিসেবে হার্দিককে তাদের পছন্দের প্রথম একাদশে রেখেছিলেন।কিন্তুু ভিন্ন সুর ইন্ডিয়ার প্রাক্তন ওপেনারের গলায়। গৌতম বলেছেন, “হার্দিক একজন অলরাউন্ডার। ওকে আমার সবাই ওই ভূমিকাতেই দেখতে চাই। কিন্তু বোলার হার্দিক ওর কোটা সম্পূর্ণ করতে না পারলে দলের ব্যালান্স নষ্ট হবে। সেটা মাথায় রেখেই বিশ্বকাপের মূল দল থেকে অক্ষর প্যাটেলকে সরিয়ে পেস বোলিং অলরাউন্ডার শার্দূল ঠাকুরকে স্কোয়াডে আনা হয়েছে। তাই হার্দিক যদিও বোলিং করার মতো জায়গায় না থাকে, তা হলে ওকে প্রথম দলে রাখার কোনও মানে হয় না।”
গৌতম আরো জানান, বর্তমান টিমের সঙ্গে বিশ্বকাপ জয়ী টিমের মিল আছে। সেইবারও প্রথম একাদশ চূড়ান্ত ছিল না, সবাইকেই লড়তে হয়েছিল। এবারের ছবিটাও অনেকটা ওরকম।
হার্দিকের বল করা নিয়ে সংশয় থাকলেও কিছুদিন আগেই সহ-অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন হার্দিক বিশ্বকাপে বল করবে। এখনও শুরু না করলেও বিশ্বকাপে বল হাতে দেখা যাবে হার্দিককে। ষষ্ঠ বোলার হিসেবে বিরাটকেও দু-এক ওভার বল করতে দেখা যেতে পারে। ওয়ার্ম আপ ম্যাচে বিরাটকে বল করতে দেখে এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
Published on Sunday, 24 October 2021, 2:09 pm | Last Updated on Sunday, 24 October 2021, 2:09 pm by Bahok Desk









