বাহক নিউজ় ব্যুরো: এবার তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা পাবেন পুলিশের চাকরিতে যোগ দেওয়ার অধিকার। নবান্নের তরফে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে হাইকোর্টে। তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা এবার থেকে বিনা বাধায় পুলিশ সাব ইন্সপেক্টর বা লেডি সব ইন্সপেক্টর পদে আবেদন করতে পারবেন।
নবান্নের এই সিদ্ধান্তের আগে পর্যন্ত কলকাতা পুলিশের আবেদনপত্রে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের কোনো জায়গা ছিল না। এই বিষয়টিকেই হাইকোর্টে তুলে ধরলেন সিভিক ভলান্টিয়ার পল্লবী চক্রবর্তী। তিনি কলকাতা পুলিশের অধীনে সিভিক ভলান্টিয়ার হিসাবে কর্মরত। তাঁর দায়ের করা ওই পিটিশন অবশেষে পৌঁছায় হাইকোর্টের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের এজলাসে।
৬ সেপ্টেম্বরে হওয়া শুনানিতে বিচারপতি রাজ্য সরকারের কাছে এই বিষয়ে মতামত জানতে চায়। এরপরে, হাইকোর্টের তরফে রাজ্য সরকারের সিদ্ধান্ত জানতে চাওয়ার পরে ১৪ই সেপ্টেম্বর তারিখে অর্থাৎ বুধবারে নবান্নের তরফে জানানো হয় যে, এবার থেকে কলকাতা পুলিশের চাকরিতে আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হবেন না তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা।
এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন বিষিষ্টজনেরা। তাঁদের মতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সবসময় যে আলাদা করার প্রয়াস, তা এভাবেই একটু একটু করে ভাঙবে।
আরও পড়ুন – এবছরও দুর্গাপুজো এবং কালীপুজোর সমস্ত মণ্ডপ ‘নো এন্ট্রি জোন’
উল্লেখ্য, এই ধরণের বিষয়ে যুগান্তকারী সিদ্ধান্ত বাংলাই প্রথম নেয় নি। বাংলার অনেক আগেই ওড়িশায় ও তামিলনাড়ুতে এই পদক্ষেপ নিতে দেখা গেছে। ওড়িশায় সাব-ইন্সপেক্টর ও কনস্টেবলের পদে এবং তামিলনাড়ুতে ইউনিফর্মড সার্ভিসেস রিক্রুটমেন্ট বোর্ডে আবেদন করার সুযোগ পেয়েছেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। এখন দেখার কত তাড়াতাড়ি ফলপ্রসু হয় এটি।