Bahok News Bureau: চলতি বছরের ১৯শে নভেম্বর বিশ্বকাপ (World Cup) ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারত ২৪০ রান করে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল। সাত ম্যাচ খেলে ২৪টি উইকেট পেয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন মহম্মদ শামি (Shami)। তিনি এই নিয়ে তৃতীয় বার বিশ্বকাপ খেললেন। বিশ্বকাপ শেষে দলের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে শামিকেও বিশ্রাম দেওয়া হয়। আপাতত তিনি নিজের মতো করে ছুটি কাটাচ্ছেন। ভারতীয় দল বর্তমানে অস্ট্রেলিয়ার সঙ্গে টি২০তে খেলছে, যা নিয়ে দেশবাসীর উত্তেজনা তুঙ্গে। বিশ্বকাপে মাঠে দাপুটে পারফরম্যান্স দেখানোর পর এবার পাহাড়ী রাস্তায় এক ব্যক্তির প্রাণ বাঁচিয়ে মহানুভবতার পরিচয় দিলেন ভারতীয় দলের এই তারক পেসার। আসুন জেনে নেওয়া যাক কি ঘটেছিল।
কি ঘটেছিল?
পাহাড় সফরে যাওয়ার পথে বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ালেন শামি (Shami)। নৈনিতালের (Nainital) পাহাড়ি রাস্তায় এক ব্যক্তির প্রাণ বাঁচালেন তিনি। আসলে নৈনিতালের হিল রোডে এক দুর্ঘটনা ঘটে। যার একটি ভিডিও শেয়ার করন শামি। এই ভিডিওতে দেখা যায় যে, একটি সাদা গাড়ি খাদে পড়ে আছে। সেই সময় ওই খাদের পাশ দিয়েই যাচ্ছিলেন শামি। গাড়িটিকে ওই অবস্থায় পরে থাকতে দেখে তড়িঘড়ি করে তিনি গাড়ি থেকে নেমে এসে গাড়ির ভিতর থেকে আহত অবস্থায় চালককে উদ্ধার করেন এবং নিজের হাতেই ওই ব্যক্তির প্রাথমিক চিকিৎসা করেন। শামির তৎপরতায় ওই দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তিটি জীবন ফিরে পান।
ভিডিওটি দেখুন।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। ভিডিওর ক্যাপশনে শামি লেখেন, ‘উনি অত্যন্ত ভাগ্যবান, ঈশ্বর তাকে দ্বিতীয় জন্ম দিয়েছেন। নৈনিতালের পাহাড়ি রাস্তায় আমার গাড়ির ঠিক সামনেই ওনার গাড়িটি পাহাড় থেকে নীচে পড়ে যায়। আমরা তাকে নিরাপদে উদ্ধার করে আনি।”
উল্লেখ্য, ভারতীয় দলের তারকা পেশার শামির ভাগ্নি নৈনিতালের সেন্ট মেরি কনভেন্ট স্কুলে পড়াশুনা করে। ওই স্কুলেরই একটি স্কুলের অনুষ্ঠানে অংশ নিতে নৈনিতালে গিয়েছিলেন শামি(Shami)। এর আগে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গেও দেখা করেছিলেন মহম্মদ শামি এবং সেই ছবিও পোস্ট করেছেন তিনি।
আরও পড়ুন: Winter Diet: এই শীতকালে নিজেকে সুস্থ রাখতে কী করবেন? জেনে নিন।
আরও পড়ুন: 12th Fail : ভারতের আরও এক অস্কারের পথে দৌড়, পারবে কি বিধু বিনোদ চোপড়ার এই সিনেমা অস্কার জিততে!
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।