বাহক নিউজ় ব্যুরো: সৌরজগতের আটটি গ্রহের বাইরেও যে অসংখ্য গ্রহ রয়েছে তা আমাদের জানা। এদের আমরা এক্সোপ্ল্যানেট বলে থাকি। আমাদের সৌরজগৎ যে আকাশগঙ্গা ছায়াপথের মধ্যে অবস্থিত সেখানে এখনো পর্যন্ত ৪০০০ এক্সোপ্ল্যানেট এর সন্ধান পাওয়া গেছে।
কিন্তু এবার এমন একটি গ্রহ খুঁজে পেলেন নাসার বিজ্ঞানীরা যেটি এই গ্যালাক্সিরই নয়। ২.৮ কোটি আলোকবর্ষ দূরে থাকা এই গ্রহটিকে অন্য এক ছায়াপথে খুঁজে পেলেন বিজ্ঞানীরা।
নাসার চন্দ্র অবজারভেটরি টেলিস্কোপ এর সাহায্যে এই প্রথম আমাদের ছায়াপথের বাইরের কোন গ্রহের দেখা পাওয়া গেল। এ নিয়ে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে বিজ্ঞানীমহলে। মিল্কিওয়ে গ্যালাক্সিতে অবস্থিত গ্রহগুলির দূরত্ব সবচেয়ে বেশি তিন হাজার আলোকবর্ষ ,কিন্তু নতুন খুঁজে পাওয়া গ্রহটি রয়েছে আমাদের থেকে ২.৮ আলোকবর্ষ দূরে ।যে ছায়াপথে এর খোঁজ মিলল তার নাম মেসিয়ার -৫১। তবে এই গ্রহে প্রাণের সম্ভাবনা নিতান্তই অসম্ভব বলে মনে করা হচ্ছে । কারণ এটি অনেকটা আমাদের সৌরজগতের শনি গ্রহের মতো। জানা গেছে কোন এক ব্ল্যাকহোলকে কেন্দ্র করে ঘুরে চলেছে এই গ্রহটি।
এই গবেষণার কান্ডারী রোজান ডি স্টেফানো বলেছেন,’ এক্সরে -র সাহায্যে আমরা নতুন নতুন গ্রহের অনুসন্ধান পেয়েছি। আমাদের লক্ষ্য আরও নতুন ধরনের বিশ্বের অন্বেষণ করা। এই পদ্ধতিতে এবার অন্য ছায়াপথে অবস্থিত গ্রহকেও খুঁজে পাওয়া গেল।’
Published on Wednesday, 27 October 2021, 4:18 pm | Last Updated on Wednesday, 27 October 2021, 4:18 pm by Bahok Desk









