বাহক নিউজ় ব্যুরো: বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদান করা আরো এক বিজেপি নেত্রী বিজেপি ছাড়লেন। আর বিজেপিতে দেখা যাবে না শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। টুইট করে জানালেন এমনটাই।
আজ সকালে অভিনেত্রী শ্রাবন্তী টুইটে লেখেন, “বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের।” একুশের বিধানসভা ভোটের একমাস আগে বিজেপিতে যোগ দেন টলিউড অভিনেত্রী। যোগ দিতেই তাকে প্রার্থী করে বিজেপি। বেহালা পশ্চিম কেন্দ্রে পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে হেরে যায় শ্রাবন্তী। এরপর তাঁকে আর বিজেপিতে সেরকম দেখা যায়নি। ক্রমশই দূরত্ব বাড়তে থাকে বিজেপি নেতৃত্বের সঙ্গে।হেরে যাওয়ার পর বিজেপি নেতা তথাগত রায় একহাত নিয়েছিলেন নবাগত নেতা-নেত্রীদের।
বৃহস্পতিবার সকালে বিজেপি ছাড়ার পর অনেকেই বলতে শুরু করেছেন, তাহলে কি বাকি দলত্যাগীদের মতো তিনিও যোগ দেবেন তৃণমূলে? বিজেপিতে যোগ দেওয়ার আগে একাধিকবার তৃণমূলের ২১শে জুলাইয়ের মঞ্চে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। তাই এই প্রশ্ন ওঠা স্বাভাবিক। গত সোমবার অবশ্য মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ করা বিজয় সম্মেলনীতে অনুপস্থিত ছিলেন শ্রাবন্তী। বিজেপি ছাড়ার আগে তৃণমূলের কোনো সম্মেলনীতে উপস্থিত থাকতে চাইছিলেন না শ্রাবন্তী- এরকমটাও হতে পারে।