বাহক নিউজ় ব‍্যুরো: বাংলা গানের জগতে এক পরিচিত নাম অনুপম রায়। প্রেম, অভিমান, দুঃখ, বিচ্ছেদের গানে আমাদের প্রথম পছন্দ অনুপমের গান। ‘তুমি যাকে ভালোবাসো’ থেকে শুরু করে ‘আমি কি তোমায় বিরক্ত করছি’ ,অনুপমের গানে উঠে এসেছে মন ভাঙ্গা, ঘর ভাঙ্গার কাহিনী। এবার ঘর ভাঙলো স্বয়ং তাঁর‌ই। বৃহস্পতিবার টুইটারে নিজেদের বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন অনুপম রায় ও পিয়া চক্রবর্তী।

একটি বার্তায় তাঁরা লেখেন, “আমরা অনুপম এবং পিয়া যৌথভাবে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। এরপর থেকে আমরা স্বাধীনভাবে বন্ধু হিসেবে জীবনকে এগিয়ে নিয়ে যাব । আমাদের একসঙ্গে এই যাত্রাপথ ছিল সুন্দর যেখানে রয়েছে অসংখ্য মনে রাখার মতো অভিজ্ঞতা ও আনন্দের স্মৃতি । আমাদের মধ্যে কিছু ব্যক্তিগত দূরত্বের কারণে আমরা এই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। যা আমাদের দুজনের ভবিষ্যতের জন্য ভালো তবে আমরা এখনো ঘনিষ্ঠ বন্ধু হিসেবে একে অপরের পাশে থাকব। আমরা আমাদের সকল বন্ধু ,পরিবার ও শুভানুধ্যায়ীদের কাছে কৃতজ্ঞ যারা আমাদের প্রতিটি পদক্ষেপে আমাদের পাশে ছিল। তাঁদের কাছে আমাদের অনুরোধ আগামী দিনেও তারা যেন আমাদের পাশে থাকেন এবং আমাদের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান দিয়ে এই বদলে যাওয়া সম্পর্ক যেন মেনে নেন তাঁরা।”

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এখনো অবধি অনুপমের এই সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করেননি টলিউডের তাঁর কাছের বন্ধুরা । প্রসঙ্গত ২০১৫ সালের ৬ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন অনুপম রায় ও তার দীর্ঘদিনের বান্ধবী পিয়া চক্রবর্তী । অনুপমের মতো পিয়াও একজন সংগীতশিল্পী ।একসঙ্গে অনেক অনুষ্ঠানে দেখা গেছে তাঁদের। এতদিন তাঁদের দেখে ঘুণাক্ষরেও বোঝা যায়নি যে বিচ্ছেদের পথে রয়েছেন টলিউডের অন্যতম হ্যাপি কাপল।