Bahok News Bureau: শিক্ষামন্ত্রক এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত ফলক বদলে নতুন করে ফলক বসানোর নির্দেশ দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষকে। কবিগুরুকে সম্মান জানাতে ইউনেসকোর গ্লোবাল হেরিটেজ সাইট হিসেবে বিশ্বভারতী স্বীকৃতি পাওয়া প্রসঙ্গে নতুন ফলকে এক পরিকল্পনা করা হচ্ছ। রাজভবন (Raj Bhavan) থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে, কবিগুরুর প্রতি সম্মান জানাতে কলকাতায় রাজভবনের নর্থ গেটের নাম বদলে ফেলা হচ্ছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজভবনের নর্থ গেটের নতুন নাম হবে ‘গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর গেট’।
Raj Bhavan New Name
উল্লেখ্য, বাংলার সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলার সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে উঠেছেন রাজ্যপাল বোস। বিশ্বভারতীর (Biswabharati) ফলক বিতর্ক নিয়ে আগেই সরব হয়েছেন বাংলার সাংবিধানিক প্রধান। রাজ্যপাল বলেছেন, “রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা তো বটেই, ভারত তথা গোটা বিশ্বের সাংস্কৃতিক জগতের কাছে এক প্রতীক হয়ে রয়েছেন। বিশ্বভারতীতে নতুন ফলকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মানিত করা উচিত।” রাজভবনের (Raj Bhavan) সঙ্গে এবার জুড়ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম।
রাজভবনের নর্থ গেটের নাম হবে গুরুদেব রবীন্দ্রনাথ টেগোর গেট (Rabindranath Tagore Gate)। এই উদ্যোগ বলে শুক্রবার রাজভবনের তরফে জানানো হয়েছে। শীঘ্রই এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ফলক নিয়ে ইতিমধ্যে রিপোর্ট তলব করেছিল রাজভবন। রাজ্যপাল সিভি আনন্দ বোস বিশ্বভারতীতে নতুন ফলক বসানো নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আমলে ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পাওয়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে একটি ফলক বসানো হয়েছিল।
সেখানে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও উপাচার্যের নাম থাকলেও রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) নাম উল্লেখ ছিল না এবং তা নিয়েই বিতর্কের সূত্রপাত ঘটে। বর্তমানে নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হয়েছেন সঞ্জয়কুমার মল্লিক। এরপরই শিক্ষামন্ত্রক থেকে বিশ্বভারতীর কাছে নির্দেশ এসেছে, ওই বিতর্কিত ফলক বদলে ফেলার জন্য। এই বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি, তবে শীঘ্রই এই বিষয়ে দিন জানানো হতে পারে বলে জানা গেছে।
আরও পড়ুন: Dua Lipa: বিরাট চমক! বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করবেন ডুয়া লিপা! জানুন বিশদে
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Saturday, 18 November 2023, 2:59 pm | Last Updated on Friday, 8 December 2023, 11:21 pm by Bahok Desk









