Share

বাহক নিউজ় ব‍্যুরো: এ বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন তিন প্রবীণ বিজ্ঞানী। যুক্তরাষ্ট্রের স‍্যুকুরো মানাবে, জার্মানির ক্লাউস হেসেলম‍্যান, এবং ইতালির জর্জিও পারিসি।

পৃথিবীর জলবায়ু পরিস্থিতির ভৌত মডেলিং পরিবর্তনশীলতার পরিমাপ এবং নির্ভুল ভাবে বৈশ্বিক উষ্ণায়নের পূর্বাভাস নিয়ে অবদানের জন্য স‍্যুকুরো মানাবে(৯০) এবং ক্লাউস হেসেলমান(৮৯) এবারের পুরস্কারের অর্ধেক পেয়েছেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

পুরস্কারের বাকি অর্ধেক পেয়েছেন জর্জিও পারিসি। তিনি “পরমাণু থেকে গ্রহীয় পরিসরে ফিজিক্যাল সিস্টেমের বিশৃঙ্খলা ও ফ্লাকচুয়েশনের পারস্পরিক প্রভাব” এই আবিষ্কারের জন্য পদক পেয়েছেন।

সুইডিশ নোবেল কর্তৃপক্ষ বলেছে, পৃথিবীর জলবায়ু এবং এর ওপর মানুষের কর্মকাণ্ডের প্রভাব বুঝতে মানাবে ও হেসেললমানের আবিষ্কার প্রাথমিক ভিত্তি হিসেবে কাজ করেছে ।

উল্লেখ্য ষাটের দশকে মানাবে তার আবিষ্কারের মাধ্যমে দেখিয়েছেন কিভাবে বায়ুমন্ডলে কার্বন-ডাই-অক্সাইড বেড়ে গিয়ে বৈশ্বিক উষ্ণায়ন ঘটছে। তার আবিষ্কারের ওপর ভিত্তি করেই বর্তমানে জলবায়ু পরিবর্তনের মডেল গুলো তৈরি করা হচ্ছে।

সত্তরের দশকে হেসেলমান দেখান, আবহাওয়া আপাত সম্পর্কহীন মনে হলেও কিভাবে জলবায়ু পরিবর্তন আবহাওয়ার ওপর প্রভাব ফেলছে। মানুষ কিভাবে জল বায়ুকে প্রভাবিত করছে সেটিও সুনির্দিষ্টভাবে দেখিয়েছেন তিনি।

ইতালির বিজ্ঞানী জর্জিও প্যারিসি মূলত কোয়ান্টাম তত্ত্ব এবং স্ট্যাটিসটিক্যাল ক্ষেত্র নিয়ে কাজ করেছেন। এই সমস্ত ক্ষেত্রে জটিল বিষয় সহজভাবে ব্যাখ্যা করেছেন তিনি ।তার সেই গবেষণাকেই কুর্নিশ জানালো নোবেল কমিটি।


Share