বাহক নিউজ় ব্যুরো: ৫০২ দিন পর অভিষেক! দুর্নীতিতে অভিযুক্ত, বান্ধবী-সহ রাজ্যের শিল্পমন্ত্রী, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই নড়েচড়ে বসল তৃণমূল কংগ্রেস। ৭দিন কাটার পর এসএসসি নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নিয়ে আন্দোলনরত চাকরিপ্রার্থী দের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, খবর সূত্রের। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের সঙ্গে ফোনে কথা হয়েছে মেয়ো রোডে ধর্নায় বসা চাকরিপ্রার্থী শহীদুল্লাহর সঙ্গে। জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ শুক্রবার ধর্নাস্থলে যেতে পারেন অভিষেক। সেখানেই বৈঠক করতে পারেন তিনি। অথবা অন্যত্র হতে পারে বৈঠক। প্রসঙ্গত, আজই বিকেলে দলের বৈঠক ডেকেছেন অভিষেক। সেখানেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই খবর। যদিও অভিষেকের এই উদ্যোগে কটাক্ষ করছেন বিরোধীরা। তাঁদের প্রশ্ন, ৫০১ দিন কেটে যাওয়ার পরে মনে পড়ল কেন! চাকরিপ্রার্থীদের উপর নানা অত্যাচারের পরে এখন কেন মনে পড়েছে তৃণমূল নেতার, এই প্রশ্নও তুলছেন তাঁরা। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর দাবি, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও দলের নেতা। তিনি সরকারের মুখ্যমন্ত্রী হননি, কবে এত শূন্য পদ পূরণ করবেন, এটা আগে বলুন। যদি করেন ভাল। দুই তিনমাস পরে দেখা যাবে। সারাজীবন তো এসব করেই গেল! এখন চাপে পড়ে কথা বলতে চাইছেন।’