রমেন দাস : বুধবার রাত থেকেই সুর চড়াচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। সংবাদমাধ্যমে বেলঘরিয়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে ফের টাকা, সোনা উদ্ধারের ঘটনা প্রকাশ হতেই বয়ান বদলে ফেলেন তিনি। খানিকটা কড়া ভাষায় আক্রমণ শানান নিজের দলের নেতার বিরুদ্ধে। আর বৃহস্পতিবার সকাল হতেই আরও কড়া অবস্থান নিলেন কুণাল ঘোষ। একদা সারদাকাণ্ডে অভিযুক্ত কুণাল টুইটে লেখেন, ‘পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব এবং দলের সমস্ত পদ থেকে সরিয়ে দিয়ে বহিষ্কার করা হোক। আমি ভুল বললে আমাকে সরানো হোক।’
কুণালের মন্তব্যের পরেই শোরগোল পড়ে বাংলার রাজনৈতিক মহলে। একের পর এক মুখ খোলেন তৃণমূলের মাঝারি, ছোট নেতারা। টুইট করেন মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। পার্থকে ‘পুঁজওয়ালা ফোঁড়া’ আখ্যা দিয়ে বাদ দেওয়ার কথা বলেন তিনিও। তৃণমূল নেতা ঋজু দত্ত সরব হন ফেসবুক লাইভে। আর এক মুখপাত্র সুপ্রিয় চন্দ প্রকাশ্যে সরব হন। ফেসবুক পোস্ট করেন উত্তরবঙ্গের এই তরুণ তৃণমূল নেতা। ঠিক এই পরিস্থিতিতেই ঘোলা জলে মাছ ধরতে শুরু করে বিরোধীরা। দিলীপ ঘোষ থেকে সুজন চক্রবর্তী, একের পর এক বিরোধী রাজনৈতিক দলের নেতার আক্রমণে বিদ্ধ হন সাংবাদিক কুণাল। কিন্তু সকালের ‘চাপ’, বারবেলাতেই বদলে গেল ‘আবেদনে’। সেই কুণাল ঘোষ-ই টুইট করে জানালেন, ‘ব্যক্তিগত মন্তব্য ডিলিট করলাম। দল বিষয়টি নিয়ে বৈঠক ডেকেছে। এদিন বিকেল ৫টায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক ডেকেছেন।’
আরও পড়ুন: পার্থ পাঠিয়ে দিলেন বিধানসভার গাড়ি, তুঙ্গে জল্পনা
এখানেই উঠছে প্রশ্ন, সকালে ‘চাপ’ দিয়েও কেন হঠাৎ নিজের মন্তব্য থেকে সরে এলেন কুণাল? তাহলে কি বহিষ্কার হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়! নাকি দলীয় নেতৃত্বকে রাজধর্ম পালনের কথা মনে করিয়ে দিয়ে, নিজের জেলবন্দি থাকার সময়ের কথা পরোক্ষে তুলে ধরলেন তিনি! প্রসঙ্গত, এই কুণাল ঘোষ সারদাকাণ্ডে জেলে যাওয়ার পরে পার্থর নেতৃত্বে শৃঙ্খলা রক্ষা কমিটি সাসপেন্ড করেছিল কুণালকে। পুলিশের গাড়ি বাজানোর শব্দে সংবাদমাধ্যমের সামনে কথা বলতে পারতেন না কুণাল ঘোষ। সেই সময়ের ‘প্রতিশোধ’ নিলেন কুণাল? পরোক্ষে পার্থকে সরিয়ে দেওয়ার কথা প্রকাশ্যে তুলে একটা অংশের দলীয় কর্মীদের কাছে নিজের ভাবমূর্তি স্পষ্ট করলেন তিনি? নাকি অভিষেক-গোষ্ঠীর ঘনিষ্ঠ নেতা খেলে গেলেন অন্য কোনও চাল, প্রশ্ন উঠছে। কিন্তু উত্তর..!
Published on Thursday, 28 July 2022, 1:04 pm | Last Updated on Thursday, 28 July 2022, 1:25 pm by Bahok Desk









