Bahok News Bureau: আর রাজনীতি ভাল লাগছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)! ছাত্র রাজনীতি থেকে হাতেখড়ি যাঁর, সেই মমতাই এবার বিরক্ত রাজনীতিতে! এবার রাজনৈতিক আক্ষেপের সুর শোনা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়।
আরও পড়ুন: মমতা-মুখে আরএসএস প্রশস্তি!; গরু-কয়লায় অমিত মন্ত্রককে বিদ্ধ করে কেন্দ্রকে আক্রমণ মমতার
এদিন নবান্নের (Nabanna) সাংবাদিক বৈঠক (Press Conference) থেকে মমতার আক্ষেপ, ‘সমাজ সেবা করব বলে রাজনীতিতে এসেছিলাম। আগে জানলে সরে যেতাম। এই নোংরা রাজনীতি। কুৎসা, অপবাদ, ব্ল্যাকমেইলিং রাজনীতি থেকে সরে যেতাম!’ তিনি জানান, মানুষের জন্য রাজনীতি (Politics) করি, মানুষ না চাইলে সরে যাব। মানুষ চাইছেন বলে রয়েছি। আমার বিরুদ্ধে বদনাম হচ্ছে , আমার দলের বিরুদ্ধে বদনাম হচ্ছে। তৃণমূলে সব দলের লোক এসেছেন তবুও। মমতা বলেন, ‘আমি মশা মারতেও ভয় পাই, পরিচিত কেউ মারা গেলে দেহ দূর থেকে দেখি ভয় পাই।’ তাঁর দলের বিরুদ্ধে বিরোধীদের হিংসা-অভিযোগের প্রেক্ষিতে এই মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: ‘নকশা ডিজাইন’ দ্বারা মেকয়াপ কর্মসূচি, নতুন দিশা দেখানোর অঙ্গীকার
মমতার মন্তব্যে বঙ্গের বর্তমান পরিস্থিতি এবং একযোগে বিরোধীদের (Opposition Party) আক্রমণের বিরোধিতা যে তিনি অত্যন্ত খারাপ ভাবেই দেখছেন, তা স্পষ্ট। এদিন মমতার আক্রমণের কেন্দ্রে ছিল সংবাদমাধ্যম। তিনি বলেন, সকাল থেকেই বিজেপির (BJP) লোকের কথায় চলছে সংবাদমাধ্যম। আমাকে কালিমালিপ্ত করার অধিকার আপনাদের থাকলে আমার অধিকার আছে সেটা মিথ্যা বলার!