
Table of Contents
Bahok News Bureau : গত বৃহস্পতিবার হঠাৎ বাংলাদেশে (Bangladesh) পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয় ভারত। পেঁয়াজ রপ্তানি নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে চুক্তি হলেও রপ্তানি এখন বন্ধ হয়ে গেছে। এর ফলে সীমান্তেই আটকে রয়েছে পেঁয়াজ (Onion) বোঝাই পণ্যবাহী ট্রাক। মজুদ করা সেই পেঁয়াজ এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ব্যবসায়ীদের কাছে। সপ্তাহব্যাপী পড়ে থাকা পেঁয়াজে দেখা দিয়েছে পচন, ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে ব্যাপক ক্ষতি এড়াতে স্থানীয় বাজারে জলের দামে পেঁয়াজ বিক্রির চেষ্টা করলেও ক্রেতা পাচ্ছেন না ব্যবসায়ীরা। ক্ষতির মুখে ব্যবসায়ীরা। এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশে পেঁয়াজের দাম (Onion Price) এখন বেশ চড়া। চড়া দামের ফলে নাভিশ্বাস সাধারণ জনগণের মধ্যে।
আটকে রয়েছে ৫৫০ টন পেঁয়াজ
জানা যাচ্ছে, দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বসিরহাটের (Basirhat) ঘোজাডাঙায় ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় ৩০টি লরিতে ৪৫০ টন পেঁয়াজ আটকে রয়েছে। এছাড়াও মাহাদীপুর সোনামসজিদ, পেট্রাপোল-বেনাপোল, হিলি সীমান্তেও আটকা পড়েছে বেশকিছু পেঁয়াজ বোঝাই ট্রাক। সব মিলিয়ে যার পরিমাণ প্রায় ৫৫০ টনের বেশি। সেখানেই তা পচে যাচ্ছে। ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকার(Onion Price)। ভারত (India) সরকার, বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি হওয়া মহারাষ্ট্রের নাসিকের পেঁয়াজ এবার দিতে রাজি না হওয়ায় স্বভাবতই বিপাকে বাংলাদেশ সরকার। চলতি মাসের ৭ তারিখ থেকে আজও পর্যন্ত আটকে রয়েছে ট্রাকগুলি। ফলে পেঁয়াজ পচে (Rotten) গিয়ে ক্ষতির মুখে পড়ার আশঙ্কায় দুই দেশের বহু ব্যবসায়ী।

ব্যবসায়ীরা কি বলছেন?
মাত্র এক সপ্তাহের ব্যবধানেই বিপুল এই পেঁয়াজের বিকল্প বাজার খুঁজে না পাওয়ায় ধরেছে পচন। ব্যবসায়ীরা বলছেন, সীমান্তে দাঁড়িয়ে থেকে পঁচে প্রতিদিন ক্ষতি হচ্ছে লাখ লাখ টাকার পেঁয়াজ। বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে পেঁয়াজের জোগান কমেছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম (Onion Price)। এই পেঁয়াজ তাঁরা বাংলাদেশে না পাঠাতে পারলে কয়েকশো কোটি টাকার ক্ষতি হতে পারে। এ বিষয়ে ঘোজাডাঙা আমদানি-রপ্তানি সংস্থার আধিকারিকরা মুখে কুলুপ আঁটছেন। তবে সূত্রের খবর, কেন্দ্রের নিষেধাজ্ঞায় ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করা যাচ্ছে না। এই পরিমাণ পেঁয়াজ সীমান্তে এভাবে দাঁড়িয়ে পচলে আন্তঃবাণিজ্য খাতে কয়েক কোটি টাকা লোকসান হবে। আর সেটাই এখন মূল চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ব্যবসায়ীদের কাছে।
Road Accident: মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মহারাষ্ট্রের পুনেতে! পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৮
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)