Traffic Rules Bengaluru
Traffic Rules: ট্রাফিক নিয়ম না মানলে খোয়াতে হবে চাকরি! কর্মীর নালিশ সরাসরি যাবে কোম্পানির কাছে, জানুন বিস্তারে, Bahok News

Bahok News Bureau : অফিসে পৌঁছতে প্রতিদিন গাড়ি-বাইকের দৌড়ঝাঁপ লেগেই থাকে। তার মাঝে ট্রাফিক নিয়ম (Traffic Rules) অমান্য করেন অনেকেই, যা রুখতে এবার এক অনন্য সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গালুরু (Bengaluru) ট্রাফিক পুলিশ। আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত।

কী সিদ্ধান্ত নিল বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ?

প্রতিদিনের যাত্রাপথে অনেকেই ট্রাফিক সিগন্যাল (Traffic Signal) ভাঙেন। কেউ আবার ওভারস্পিডিংয়ের নিয়ম তোয়াক্কা না করেই ছোটাচ্ছেন মোটরবাইক। যদিও এই সব ক্ষেত্রেই তৎক্ষণাৎ চালান কেটে যায় চালকের নামে, কিন্তু তাতেও কোনোভাবেই কমানো সম্ভব হচ্ছে না দুর্ঘটনা এবং নিয়ম লঙ্ঘনের সংখ্যা। তাই এইসব রুখতে এবার অন্য পথে হাঁটার সিদ্ধান্ত নিল বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ (Traffic Police)। এবার আইন ভাঙলেই খবর যাবে সোজা অফিস কর্তৃপক্ষের কাছে। তাই অফিস পৌঁছতেই ট্রাফিক নিয়ম ভাঙার জন্য ম্যানেজারের প্রশ্নের মুখে পড়তে পারেন কর্মীরা। এদিন বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের পক্ষ থেকে, এই সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করা হয়েছে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

কেন বেঙ্গালুরুতে নেওয়া হল এমন সিদ্ধান্ত?

Traffic Rules Bengaluru
Traffic Rules: ট্রাফিক নিয়ম না মানলে খোয়াতে হবে চাকরি! কর্মীর নালিশ সরাসরি যাবে কোম্পানির কাছে, জানুন বিস্তারে, Bahok News

রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি আইটি কর্মীদের মধ্যে ট্রাফিক নিয়ম (Traffic Rules) অমান্য করার প্রবণতা বেড়েছে। দ্রুত অফিসে পৌঁছতে গিয়ে নিয়ম ভাঙছেন তারা। সেই কারণে এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাফিক দফতর। বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ জানিয়েছে, এই নিয়ম আপাতত ট্রাফিক পুলিশের পূর্ব বিভাগে চালু হয়েছে। তবে নিয়ম লঙ্ঘনের সংখ্যা কমতে শুরু করলে বেঙ্গালুরুর অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাতেও চালু হবে এই নিয়ম।

বেঙ্গালুরুর পূর্ব বিভাগের ডেপুটি কমিশনার অফ পুলিশ কি বললেন?

বেঙ্গালুরু পুলিশ পূর্ব বিভাগের ডেপুটি কমিশনার অফ পুলিশ কুলদীপ কুমার জৈন জানিয়েছেন, পাইলট প্রোজেক্ট (Pilot Project) হিসাবে চালু হয়েছে এই ক্যাম্পেইন। কোনো কর্মচারী যদি নিয়ম লঙ্ঘন করতে গিয়ে ধরা পড়েন, তাহলে তার অপরাধ ইমেইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার কোম্পানীতে জানানো হবে। বাইক চালকদের ট্রাফিক নিয়ম ও সড়ক নিরাপত্তা সম্পর্কে আরো সচেতন করার জন্য এই পদক্ষেপ।

নামের তালিকা পাঠানো হবে কোম্পানীতে

জানা গেছে, যখন কেউ নিয়ম লঙ্ঘন করবেন, তখন তিনি কোন কোম্পানীতে (Company) কাজ করেন তা যাচাই করবে ট্রাফিক পুলিশ এবং তা শনাক্ত করার জন্য ওই ব্যক্তির পরিচয় পত্র যাচাই করা হবে। এরপর পুলিশ সেই সব প্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করবে। কারা কারা ট্রাফিক নিয়ম লঙ্ঘন করেছেন তাদের নামের তালিকা তাদের কোম্পানীতে পাঠানো হবে। ট্রাফিক নিয়ম এবং সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা প্রচারের জন্য কোম্পানীগুলিকে জানানো হয়েছে।

Most Expensive Food : পৃথিবীর সবচেয়ে দামি খাবারের নাম কি? উপকারিতা জানলে চোখ কপালে উঠবে আপনার! জানুন বিস্তারিত

EV: ভারতে এবার আবর্জনা সংগ্রহ বৈদ্যুতিক গাড়িতে! বর্জ্য ব্যবস্থাপনার অংশ হতে চলেছে স্টুডেন্টদের হাতে তৈরি বৈদ্যুতিক গাড়ি! কোথায় চালু হবে? জানুন বিস্তারে

………………………………………………………………………………………………………………

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)