বাহক নিউজ় ব্যুরো: ‘কোকাকোলা’ এই শব্দটা পানীয় হিসেবেই আমাদের মধ্যে বেশ ভালোরকমই পরিচিত। তবে, এই শব্দটা শুধু যে পানীয় হিসাবেই আমাদের মধ্যে পরিচিত, তাই নয়, বলিউডে ও টলিউডে বিভিন্ন আইটেম সঙ্গেও এই শব্দ বিশেষ স্থান দখল করে নিয়েছে। এবার যদি বলি, এই নামের একটি জায়গা থুড়ি হ্রদ রয়েছে, নিশ্চয়ই অবাক হয়ে যাবেন। শুনতে আজব লাগলেও, এটাই সত্যিই।
View this post on Instagram
‘কোকাকোলা’ নামেরই একটি হ্রদ রয়েছে ব্রাজিলে। এই হ্রদে আপনি সাঁতার কাটতে পারবেন, নৌকায় ভ্রমণ করতে পারবেন, পুরো শরীর ডুবিয়েই আশেপাশের প্রাকৃতিক পরিবেশের মজা মিতে পারবেন। এবার, আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন উঠছে যে, এই হ্রদের এমন নামকরণ কেন? এর কারণ হল এই হ্রদের বিশেষ রং। অদ্ভুত ভাবে এই হ্রদে লালচে নীল রং বিদ্যমান। তবে, ভয় পাওয়ার কিছু নেই, এমন রং হওয়ার পিছনে রয়েছে একদমই সাধারণ একটি ব্যাখ্যা।
View this post on Instagram
জানা গেছে, এই অদ্ভুত রঙের হ্রদের জল মোটেই বিষাক্ত নয়, একইসঙ্গে শুধুমাত্র সাধারণও নয়, প্রাকৃতিক উপায়ে রাঙ্গায়িত এই হ্রদের জল স্বাস্থ্যকরও। এই প্রসঙ্গে স্বয়ং ব্রাজিলের অফিসিয়াল ট্যুরিজম অ্যাকাউন্ট থেকেই জানানো হয়েছে। ব্রাজিলে অবস্থিত এই একাধিক রঙে রাঙ্গায়িত হ্রদের নাম হল ‘আরারাকুয়ারা’। এই হ্রদটি আটলান্টিক রেনফরেস্টের মাতা দা এস্ট্রেলাকে এলাকায় অবস্থিত। জানা গেছে, মূলত, ওই হ্রদের তীরবর্তী এলাকায় অতিরিক্ত পরিমাণে আয়োডিন, লোহা ও বিশেষ রঞ্জকের উপস্থিতির কারণেই এমন রং ‘আরারাকুয়ারা’ হ্রদের।