
Bahok News Bureau: চলতি সপ্তাহে ভুমিকম্পের জেরে কেঁপে ওঠে তুর্কি (Turkey) ও সিরিয়ার (Syria) মাটি। এই ভুমিকম্প দশকের সবচেয়ে ভয়ঙ্কর ভুমিকম্প বলে দাবি করা হয়েছে। তুর্কির এই বিধ্বংসী ভুমিকম্পে মৃতের সংখ্যা (Turkey earthquake death count) হুহু করে বেড়ে চলেছে।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ১৭ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। বুধবারে এই সংখ্যা ১১ হাজারের মতো ছিল। ২৪ ঘণ্টার মধ্যেই এই সংখ্যা কয়েক হাজার বেড়ে যায়। প্রায় ৪ দিন ধরে উদ্ধারকার্য চলছে। এই প্রসঙ্গে বিশেষজ্ঞদের দাবি, আহতদের সুরক্ষিতভাবে উদ্ধার করার সময়সীমা ৭২ ঘণ্টা ছিল। যা ইতিমধ্যে পেরিয়ে গেছে।
আরও পড়ুন: Chocolate Day 2023 Date, History & Significance: চকলেট ডে কবে? ইতিহাস ও তাৎপর্য
সোমবার সকালের দিকে সবাই যখন ঘুমিয়ে ছিল। ঠিক তখনই তুর্কিতে দশকের সবচেয়ে ভয়াবহ ভুমিকম্প (Earthquake) দেখা দেয়। ওই ভুমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে (Richter scale) ৭.৮ ছিল বলে জানানো হয়েছে। এই ভুমিকম্পের জেরে বহু ইমারত (Building) ধূলিসাৎ হয়ে যায়। আর এগুলোর ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যায় হাজার হাজার মানুষ।
বহু মানুষকে উদ্ধার করে ভুমিকম্পের উপকেন্দ্র থেকে দূরে তাঁবুতে রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। কিছু মানুষ প্রতিবেশী বা আত্মীয়দের বাড়িতে ঠাই পেয়ে যান, কিছু মানুষ এলাকা ছেড়ে চলে যান। কিন্তু বেশিরভাগ মানুষের মাথায় ছাদ নেই। এই অবস্থায় ভুমিকম্পের শিকার স্বজনহারা পরিবারদের আশ্রয় দেওয়ার জন্য মসজিদ, স্কুল, জিম ও দোকানের দরজা খুলে দেওয়া হয়।
আরও পড়ুন: RBI Monitary Policy, Repo Rate Hike & its Impact: বাড়ল রেপো রেট! আম জনতার জীবনে এর প্রভাব

বৃহস্পতিবারে এলাকার তাপমাত্রা -৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় বলে দাবি করা হয়েছে। এদিকে ভুমিকম্পের উপকেন্দ্রের তাপমাত্রা তুলনামূলক বেশি। এই অবস্থায় হাড়হিম করা ঠাণ্ডা থেকে বাঁচতে তাঁবু থেকে বেরিয়ে বহু অভিভাবক সন্তানদের কম্বলে মুড়ে কাঁধে নিয়ে ভুমিকম্পের উপকেন্দ্রের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
ঘটনায় তুর্কির প্রেসিডেন্ট ও বিশ্বের প্রতিক্রিয়া:
চলতি সপ্তাহে বৃহস্পতিবারে প্রেসিডেন্ট এরদোগান (Turkish President Recep Tayyip Erdogan) দক্ষিণ তুর্কির আরও তিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) জানান, ‘অপারেশন দোস্ত’ (Operation Dost)-এর অধীনে ইতিমধ্যে অনুসন্ধান ও উদ্ধারকার্যে সাহায্যের জয় উদ্ধারকারী দল, ডগ স্কোয়াড প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়েছে। একইসঙ্গে, প্রশিক্ষিত চিকিৎসক ও বিশেষ প্যারামেডিকেল দল এবং প্রয়োজনীয় ওষুধপত্র সহ চিকিৎসার বিভিন্ন সামগ্রী পাঠিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Propose Day 2023 Date, History & Significance: প্রপোজ ডে কবে? ইতিহাস ও তাৎপর্য
জানা গেছে ১৪টির মতো আন্তর্জাতিক সংগঠনের তরফে তুর্কিকে ত্রানসামগ্রী পাঠানোর কথা বলা হয়েছে। এর মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউএই, ইউনাইটেড কিংডম, ইজরায়েল ও রাশিয়া আছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান।