
Table of Contents
Bahok News Bureau: ইউএফও ইম্ফল বিমানবন্দরের (Imphal Airport) আকাশে (UFO in Imphal) দেখা গেছে কিনা তা খুঁজতে এবার ভারতীয় বায়ুসেনা কাজে লাগালো জোড়া রাফেলকে (Rafale Jet)।
ঠিক কি ঘটেছিল?
চলতি বছরের ১৯শে নভেম্বর বিকালে মণিপুরের ইম্ফল বিমানবন্দরের কাছে এক অজানা উড়ন্ত বস্তু (UFO) দেখা যায়। সিআইএসএফ-এর তরফে জানানো হয়, অজানা উড়ন্ত বস্তুটিকে এয়ারফিল্ডের পশ্চিম দিকে উড়ে যেতে দেখা যায়। সেটি ঠিক কী বস্তু, তা অবশ্য স্পষ্ট নয়।
স্বাভাবিকভাবেই গোটা ইম্ফল বিমানবন্দর চত্বরে চরম আতঙ্ক ছড়ায়। সতর্কতা হিসাবে বেশ কিছুক্ষণের জন্য ইম্ফল বিমানবন্দরে বিমানের ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। প্রায় ৩ ঘণ্টা বিমানবন্দরের পরিষেবা বন্ধ থাকে। নির্ধারিত বিমানের অনেকগুলি গুয়াহাটি বিমানবন্দরে পাঠানো হয়। যার মধ্যে কলকাতা থেকে ইম্ফলগামী একটি বিমানও ছিল। জানা যায় যে, ইউএফও ইম্ফল (UFO in Imphal) বিমানবন্দরের আকাশে দেখার খবর পাওয়া মাত্রই ওই ইউএফওকে খুঁজে বের করার উদ্দেশ্যে নিকটবর্তী বায়ুসেনা ঘাঁটি থেকে একটি রাফেলকে আকাশে ওড়ানো হয়।
বায়ুসেনার তরফে কি জানা যায়?
বায়ুসেনার পূর্ব কম্যান্ডের তরফ থেকে জানানো হয় যে, ইম্ফল বিমানবন্দরে ইউএফওর হদিশ পেতেই পশ্চিমবঙ্গের (West Bengal) হাসিমারা বায়ুসেনা ঘাঁটি থেকে রাফায়েল যুদ্ধ বিমান পাঠানো হয়। প্রথম রাফায়েল জেটটি খোঁজ চালিয়েও ইউএফওর কোনো হদিশ পায়নি। সেটি ফিরে আসার পর সোমবার অর্থাৎ ২০শে নভেম্বর দুপুরে আরো একটি রাফেল জেট পাঠানো হয়। সেটিও তল্লাশি চালাচ্ছে। তবে , এখনো পর্যন্ত সেই ইউএফওর হদিশ পাওয়া যায়নি। ইম্ফল বিমানবন্দরের কাছে উড়ে আসা অজানা বস্তুর হদিশ না পাওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ক্রমশ বেড়ে চলেছে। বায়ুসেনার তরফ থেকে জানানো হয়, চিনা সীমান্ত-সংলগ্ন ইস্টার্ন সেক্টরের সমস্ত বায়ুসেনা ঘাঁটি থেকে সীমান্তবর্তী এলাকায় বিশেষ নজর রাখা হচ্ছে।
আরও পড়ুন: Sam Altman OpenAI CEO: চ্যাট জিপিটির স্রষ্টা যোগ দিতে চলেছেন মাইক্রোসফটে! জানুন বিশদে
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Tuesday, 21 November 2023, 7:00 am | Last Updated on Friday, 8 December 2023, 11:21 pm by Bahok Desk








