বাহক নিউজ় ব্যুরো: কেরালা হাইকোর্ট একটি পারিবারিক বিবাদ সম্পর্কিত মামলার শুনানির সময় জানিয়েছে আইনিভাবে শ্বশুরের সম্পত্তিতে জামাইয়ের কোনো অধিকার থাকে না। কেরল হাইকোর্টের বিচারপতি এন অনিল কুমার ওই মামলার একটি আবেদন খারিজ করে এমনটাই জানিয়েছেন।
বেশ কয়েক বছর আগে কেরালা হাইকোর্টে জামাইয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন এক ব্যক্তি। কারণ, তিনি আদালতকে জানান জামাইয়ের প্রবেশে তার শান্তি বিঘ্নিত হচ্ছে। এই অবস্থায় আদালতের কাছে প্রবেশাধিকার চায় মেয়ে ও জামাই। হাইকোর্ট রায় দেয়, শ্বশুরের ওই সম্পত্তির উপর জামাইয়ের কোনও অধিকার থাকবে না। ফলে শ্বশুর যদি না চায় তবে জামাই প্রবেশ করতে পারবে না ওই বাড়িতে।
আরও পড়ুন – সরকারি সহায়তা পাওয়া সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলিকে শর্ত মেনে চলতে হবে: সুপ্রিম কোর্ট
জামাইয়ের দাবি ছিল ওই বাড়ির মেয়েকে বিয়ে করায় তিনি ওই পরিবারেরই দত্তক নেওয়া সদস্য। সেই দাবি খারিজ করে আদালত জানায়, “এ ক্ষেত্রে আবেদনকারী বাদী পক্ষের জামাই। বাদী পক্ষের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে বলে পরিবার তাঁকে দত্তক নিয়েছে এহেন যুক্তি লজ্জাজনক। আবেদনকারী কোনওভাবে এই যুক্তিতে সম্পত্তি দাবি করতে পারেন না। বাদী পক্ষের মেয়ের সঙ্গে বিয়ে হলেই তা আইনিভাবে জামাইকে ওই সম্পত্তির অধিকার দেয় না। ওই বাড়ি নির্মাণের জন্য যদি আবেদনকারী নিজের অর্থ ব্যয় করে থাকেন, আইনসঙ্গতভাবে শ্বশুরে সম্পত্তিতে জামাইয়ের কোনও অধিকার থাকে না।”