
Table of Contents
Bahok News Bureau: আগামী ২০২৪-এ অনুষ্ঠিত হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (ICC U19 World Cup)। এই বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে নাম ছিল শ্রীলঙ্কার (Sri Lanka)। তবে আজ আইসিসি একটি বৈঠকের মাধ্যমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শ্রীলঙ্কাকে বাদ দিয়ে নতুন আয়োজক দেশের নাম ঘোষণা করে। কোন দেশে আয়োজিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ? কেনই বা আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কাকে বাদ দিল আইসিসি? চলুন জেনে নেওয়া যাক।
কোন দেশে আয়োজিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ?
আগামী ২০২৪ সালের ১৪ই জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ টুর্নামেন্টে (ICC Under 19 World Cup Tournament)। চলবে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। তবে ২১শে নভেম্বর অর্থাৎ আজ আহমেদাবাদে আইসিসি বোর্ড মিটিং (ICC Board Meeting) করে শ্রীলঙ্কাকে এই টুর্নামেন্টে আয়োজক দেশ থেকে বাদ দিয়ে নতুন আয়োজক দেশের (Hots Nation) নাম ঘোষণা করে। তথ্য অনুসারে, ২০২৪-এর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকায় (South Africa)।
কেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব হাতছাড়া হলো শ্রীলঙ্কার কাছ থেকে?
ওডিআই বিশ্বকাপ চলাকালীন গত ১০ই নভেম্বর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নির্বাসিত করেছিল আইসিসি। আসলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আইসিসির নিয়ম ভঙ্গ করেছিল। আইসিসির নিয়মানুযায়ী যে কোনো দেশের ক্রিকেট বোর্ডকে স্বশাসিত হতে হবে। ক্রিকেট বোর্ড কোনো সরকারি হস্তক্ষেপ যেন না থাকে। তবে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সঙ্গে ওই দেশের সরকার জড়িয়ে পড়েছিল, যা আইসিসি নিয়ম বিরুদ্ধ। সেই কারণে আইসিসি থেকে শ্রীলঙ্কার সদস্য পদ কেড়ে নেয়।
আইসিসির বোর্ড মিটিংয়ে কী সিন্ধান্ত নেওয়া হয়েছে?
বিশ্বকাপ চলাকালীন নিয়ম ভঙ্গের কারণে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছিল আইসিসি। আজকের মিটিংয়েও আইসিসি একি সিন্ধান্ত বলবৎ রাখলো। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের (Sri Lanka Cricket Board) উপর থেকে সরকারি হস্তক্ষেপ দূর হলে তবেই আবার শ্রীলঙ্কার সদস্য পদ আবার ফিরিয়ে আনা হবে। সদস্য পদ স্থগিত করা হলেও, আন্তর্জাতিক খেলা চালিয়ে যেতে পারবে শ্রীলঙ্কা। তবে খেলা থেকে প্রাপ্য অর্থ এই মুহূর্তে পাবে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এই ঘোষণা অনুযায়ী আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কা বাদ পড়লেও, দেশটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে পারবে।
আরও পড়ুন: Uttarakhand Tunnel Collapse: সুড়ঙ্গ থেকে উদ্ধার হলো না ৪১ জন শ্রমিক! এবার নেয়া হলো নতুন পরিকল্পনা
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।