Bahok News Bureau : ইউনাইটেড ন্যাশনস চিলড্রেনস এমার্জেন্সি ফান্ড অর্থাৎ আন্তর্জাতিক শিশু তহবিল (UNICEF) হলো জাতিসংঘের একটি বিশেস সংস্থা, যা বিশ্বের শিশুদের কল্যাণে কাজ করে। প্রতিবছর ১১ই ডিসেম্বর ইউনিসেফ দিবস (Unicef Day) পালন করা হয়। আসুন জেনে নেওয়া যাক ইউনিসেফ সম্পর্কে বিস্তারিত তথ্য।

UNICEF কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

আজকের শিশুরাই হলো আগামী দিনের বিশ্ব কর্ণধার। শিশুদের উপযোগী করে বিশ্বকে গড়ে তোলার ক্ষেত্রে সমষ্টি ও পরিবারকে সাহায্যে করার লক্ষেই ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর ((Unicef Day) দ্য ইউনাইটেড ন্যাশনস চিলড্রেনস এমার্জেন্সি ফান্ড (UNICEF) অর্থাৎ আন্তর্জাতিক শিশু তহবিল প্রতিষ্ঠিত হয়।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

কী কারনে প্রতিষ্ঠিত হয়েছিল? উদ্দেশ্য কি?

জাতিসংঘের যে সব বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক পরিমন্ডলে শিশুকল্যাণে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে যাচ্ছে, সেসব সংস্থার মধ্যে জাতিসংঘ শিশু তহবিল (UNICEF) অন্যতম। কার্যত দ্বিতীয় বিশ্বযুদ্ধ (World War II) পরবর্তী সময়ে ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন যুদ্ধাক্রান্ত দেশের শিশুদের জরুরি ভিত্তিতে খাদ্য, বস্ত্র এবং ঔষধ সরবরাহের জন্য ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে ১৯৫২ সালের দিকে বিশ্বের অনুন্নত, স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টিসহ সার্বিক কল্যাণে দীর্ঘমেয়াদি সহায়তা দানের লক্ষ্যে ইউনিসেফ কাজ করছে। বর্তমানে ১৯০টিরও বেশি দেশে ইউনিসেফ কাজ করছে। যুদ্ধত্তোর পৃথিবীতে শিশুদেরকে জরুরি সাহায্য সহযোগিতা প্রদানের উদ্দেশ্য প্রতিষ্ঠিত হলেও এর কার্যক্রম অনেক বিস্তৃতি লাভ করেছে। ইউনিসেফের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত (New York)। ১৯৬৫ সালে ইউনিসেফ শান্তির জন্য নোবেল পুরস্কার অর্জন করে।

দিনটির তাৎপর্য :

ইউনিসেফ একটি অবিচ্ছেদ্য সহায়তা গোষ্ঠী যার লক্ষ্য বিশ্বজুড়ে মানবিক সহায়তা প্রদান করে লক্ষ লক্ষ শিশুর জীবন বাঁচানো।

ইউনিসেফ দিবস ২০২৩ থিম :

২০২৩ সালের ইউনিসেফ দিবসের থিম হলো, “প্রতিটি শিশুর জন্য, প্রতিটি অধিকার।”

উদ্ধৃতি :

আমি সাক্ষ্য দিতে পারি যে, ইউনিসেফ শিশুদের কাছে কী। এর কারণ আমি তাদের মধ্যে ছিলাম, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই খাদ্য ও চিকিৎসা ত্রাণ পেয়েছিলেন। – অড্রে হেপবার্ন (Audrey Hepburn)

বাচ্চাদের সাথে কাজ করা আমি সত্যিই উপভোগ করি , তাই আমি ইউনিসেফের সাথেও কাজ করি। – লুইস হ্যামিলটন (Lewis Hamilton)

আমি বিশ্বাস করি যে ইউনিসেফ জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা; তারা বিশ্বের সবচেয়ে অভাবী শিশুদের সাহায্য করার জন্য ব্যতিক্রমী কাজ করে।- লিয়াম নিসন (Liam Neeson)

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)