Bahok News Bureau: পেশ হল কেন্দ্রীয় বাজেট ২০২৩। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2023)। চলতি সপ্তাহে বুধবারে বাজেটটি পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তিনি এই বাজেটকে ‘সপ্তর্ষি‘ বলে আখ্যায়িত করলেন। কেন্দ্রীয় সরকারি বাজেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন একনজরে।
🔴 স্বচ্ছ ভারত মিশনের অধীনে কোটি কোটি মানুষের বাড়িতে শৌচালয় পৌঁছে দেওয়ার তথ্য দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানালেন ১১.৭ কোটি মানুষের বাড়ি শৌচালয় পেয়েছে।
🔴’দীনদয়াল উপাধ্যায় যোজনা’-এর মাধ্যমে দেশের মহিলারা আর্থিকভাবে সমৃদ্ধ হয়েছে: নির্মলা সীতারামন
🔴’কেন্দ্রীয় বাজেট ২০২৩‘-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী দিলেন দেশের নাগরিকদের আয়ের খতিয়ান। তিনি জানালেন যে, ভারতের প্রত্যেকটি নাগরিকের আয় ২০১৪ সালের পর থেকে দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে।
🔴 বর্তমান সরকারের পূর্ণাঙ্গ বাজেটে অর্থমন্ত্রী জানালেন ভারতের অর্থনীতির অবস্থান। তাঁর কথায় ভারতের অর্থনীতি বর্তমানে ৫ম স্থানে রয়েছে।
🔴 ‘কেন্দ্রীয় বাজেট ২০২৩‘-এ কেন্দ্রীয় সরকারের তরফে যে সমস্ত বিষয়ের উপর নজর দেওয়া হচ্ছে সেগুলো হল-
-
-
-
- জম্মু ও কাশ্মীর
- কৃষিক্ষেত্র (এক্ষেত্রে নয়া কৃষিবর্ধক পরিকল্পনার কথা ভেবেছে কেন্দ্রীয় সরকার। মিলেট, জোয়ার, বাজরা চাষের উপরে বিশেষভাবে নজর দেওয়া হবে)।
- ঘোষিত হল মৎস্যচাষিদের জন্য নয়া প্রকল্প।
- ফার্মাসিটিক্যাল।
-
-
🔴 প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় কেন্দ্রীয় সরকারের তরফে বরাদ্দ অর্থের পরিমাণ জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি জানালেন এই যোজনায় বরাদ্দ অর্থের পরিমাণ ২ লক্ষ কোটি টাকা।
🔴২০২৩-২৪ অর্থবর্ষে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার ৭ শতাংশ হবে, ‘কেন্দ্রীয় বাজেট ২০২৩‘ (Union Budget 2023)-এ দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের।
🔴কম্পিউটারাইজড হতে চলেছে ৬৩ হাজার প্রাথমিক কৃষি ক্রেডিট সোসাইটি। এইভাবে ডেটাবেস তৈরি হওয়ার ফলে উৎপাদনের উপর সরকার নজর রাখতে পারবে। ফলত কৃষকেরা উপকৃত হবেন, দাবি কেন্দ্রের।
🔴প্রধানমন্ত্রী পিবিজিটি (PBTG) মিশনের অধীনে ১৫ হাজার কোটি টাকা করা হতে চলেছে। এই মিশনের দৌলতে প্রান্তিক মানুষ জল, শিক্ষা ও স্বাস্থ্যের সুবিধা পাবে বলে দাবি করা হয়েছে।
🔴প্রধানমন্ত্রী আবাস যোজনা:
-
-
-
- এই যোজনায় ৬৬ শতাংশ খরচ বৃদ্ধি করা হয়েছে।
- এই যোজনায় কেন্দ্রের তরফে বরাদ্দ করা হয়েছে ৭৯ হাজার কোটি টাকারও অধিক টাকা।
-
-
🔴মৎস্যচাষ ও পশুপালন:
-
-
-
- এই বিভাগে কেন্দ্রীয় সরকারের তরফে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
- এই বিভাগে কৃষি ঋণের পরিমাণ ২০ লক্ষ কোটি টাকায় বাড়িয়ে দেওয়া হবে।
-
-
🔴রেল:
-
-
-
- ‘কেন্দ্রীয় বাজেট ২০২৩’-এ বরাদ্দ অর্থের পরিমাণ আগের থেকে ৯ গুণ বেশি।
- এই বাজেটে রেলের উপরে ২.৪১ লাখ কোটির বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।
-
-
🔴 কয়লা ও খনি: এই বিভাগে বরাদ্দ অর্থের পরিমাণ ৭৫ হাজার কোটি টাকা।
🔴মেডিকেল কলেজের সঙ্গে নতুন নার্সিং কলেজ স্থাপন করার কথা ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, এই সিদ্ধান্ত ২০১৪ থেকে থাকা মেডিকেল কলেজের উপর কার্যকরী হবে। ফলত, ১৫৭টি মেডিকেল কলেজের সঙ্গে ১৫৭টি নতুন নার্সিং কলেজ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
🔴জাতীয় ডিজিটাল লাইব্রেরি (Digital Library) তৈরি হতে চলেছে শিশু ও যুবক-যুবতীদের জন্য।
🔴যুগের সঙ্গে তাল মিলিয়ে জোর দেওয়া হবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সসি তথা কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে। যা সোজা ভাষায় এ.আই. (A.I) নামে পরিচিত। এই সূত্রেই ৩টি নতুন গবেষণাগার পেতে চলেছে ভারত (India Budget 2023)।
🔴৩৮ হাজার ৩৮০ শিক্ষক নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকার পরিচালিত মডেল রেসিডেন্সিয়াল স্কুলে। এই নিয়োগ আগামী তিন বছরে করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
🔴মূল পরিচয়পত্র হিসাবে প্যান (PAN Card) স্বীকৃতি পাবে।
🔴দেশের ও বিদেশের পর্যটকদের জন্য বিশেষ অ্যাপ চালু হবে। এই অ্যাপে পর্যটন সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে।
আরও পড়ুন: Jatindra Nath Das Death Reason: যতীন্দ্রনাথ দাস স্মরণীয় কেন?, মৃত্যুর কারণ ও জীবনী
🔴সস্তা হবে এই জিনিসগুলো:
-
-
-
- মোবাইল
- কিছু ক্যামেরা
- ইলেকট্রিক ভেহিকেলস
-
-
🔴এই জিনিসগুলোর দাম বাড়বে:
-
-
-
- সোনা
- রূপো
- বিদেশ থেকে আগত জিনিস
- কিচেন চিমনি
-
-
🔴 ‘কেন্দ্রীয় বাজেট ২০২৩‘-এ মহিলাদের জন্য ‘মহিলা সম্মানপত্র’ নামে স্বল্পসঞ্চয় প্রকল্প আনা হয়েছে। এই প্রকল্পের অধীনে দুই লক্ষ টাকা দুই বছরের জন্য রাখা যাবে। এক্ষেত্রে সুদের হার থাকবে ৭.৫%।
🔴 শুল্ক/ট্যাক্স (Tax):
-
-
-
- কমেছে-
-
- বায়োগ্যাসে (জিএসটি সরিয়ে দেওয়া হয়েছে)।
- মোবাইল যন্ত্রাংশে।
- ব্যাটারিতে।
- টেলিভিশনের যন্ত্রাংশে।
-
- বেড়েছে-
-
- বৈদ্যুতিক চিমনিতে।
-
- কমেছে-
-
-
আরও পড়ুন: দ্রৌপদী মুর্মু: সাধারণ দরিদ্র পরিবার থেকে উঠে আসা এক নারীর যুদ্ধকথা
🔴বাড়িয়ে দেওয়া হল প্রবীণ নাগরিকদের অ্যাকাউন্ট স্কিমের সীমা (Senior Citizen Scheme)। এই সীমা ৪.৫ থেকে বাড়িয়ে ৯ লাখ টাকা করা হতে চলেছে।
🔴ব্যক্তিগত আয়কর:
-
-
-
- আগে আয়কর ছাড় বার্ষিক ৫ লক্ষ টাকা আয় পর্যন্ত ছিল। নয়া বাজেটে সেই ছাড় বার্ষিক ৭ লক্ষ টাকা আয় পর্যন্ত করে দেওয়া হল।
- যাদের বার্ষিক আয় ৯ লক্ষ টাকা, তাঁদের পূর্বে ৪৫ হাজার টাকার মতো আয়কর দিতে হতো। এইবারে, সেই করের পরিমাণ ২৫% কমিয়ে দেওয়া হয়েছে।
-
-