বাহক নিউজ় ব্যুরো: পার্ক সার্কাস এবং ই এম বাইপাসকে সংযুক্ত করার জন্য ২০১০ সালে একটি উড়ালপুলের কাজ শুরু হয়েছিল বামফ্রন্টের সরকারের সময়ে। ২০১৫ সালে এই উড়ালপুলের কাজ শেষ হয়। উড়ালপুলের নাম ‘মা’ রেখেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেই উড়ালপুলের ছবির বিজ্ঞাপন দেখা গেল যোগী আদিত্যনাথের ‘কর্মযজ্ঞ’ প্রকাশে।
সামনের বছর উত্তর প্রদেশে বিধানসভা ভোট। ২০২৪লোকসভা ভোটের আগে উত্তর প্রদেশের বিধানসভা ভোট বিজেপির কাছে কার্যত সেমিফাইনাল। সরকারি কাজের প্রচারও শুরু হয়েছে ইতিমধ্যেই। ‘ কর্মযজ্ঞ’ প্রচার করতে গিয়েই একটা বড় বিপত্তি ঘটে গেল। কলকাতার ‘মা’ উড়ালপুলের ছবি দেখা গেল উত্তর প্রদেশ সরকারের বিজ্ঞাপনে। সেই ছবিতে কলকাতার উড়ালপুলের পাশের একটি হোটেল দেখতে পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে উড়ালপুলের নীল-সাদা নকশা, এমনকি একটি হলুদ ট্যাক্সিও চলতে দেখা যাচ্ছে। ফলে খুব সহজেই বোঝা যাচ্ছে এটি ‘মা’ উড়ালপুলেরই ছবি।
রবিবার সকাল থেকেই বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদপত্রে এক পাতা জোড়া উত্তর প্রদেশ সরকারের বিজ্ঞাপন প্রকাশিত হয়। ফলে সেটা রাজনৈতিক মহলের চোখ এড়িয়ে যায়নি। ইতিমধ্যেই সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বাংলার উন্নয়নের ছবিকেই হাতিয়ার করছে বিজেপি-র সরকার।
এই ধরনের বিজ্ঞাপনে এত বড় ভুল কি করে হল সেটা নিয়ে প্রশ্ন করছে অনেকেই। সাধারণত এরকম বিজ্ঞাপনগুলো বানিয়ে থাকে বেসরকারি সংস্থাগুলো। সম্ভব এটি তাদেরই ভুল। তবে, উত্তরপ্রদেশ সরকারের তরফে বিজ্ঞাপনটি প্রকাশের আগে যাচাই করে নেওয়া হয়নি কেন সে প্রশ্ন থেকেই যায়। বাংলার নেটিজেনরা ইতিমধ্যেই ওই বিজ্ঞাপনে ‘কৃতিত্ব চুরি’র অভিযোগে সরব।