Bahok News Bureau: উত্তরাখণ্ডের (Uttarakhand) উত্তরকাশীর সিল্কিয়ারার সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিককে (41 labourers trapped) উদ্ধারের কাজ চলছে জোরকদমে। এই উদ্ধারকাজে নরওয়ে এবং থাইল্যান্ডের বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে। সারা বিশ্বের নজর এখন উত্তরাখণ্ডের উত্তরকাশীর দিকে। গত ১৩ দিন ধরে তাদের নিরাপদে উদ্ধারের চেষ্টা চলছে। এনডিআরএফ সহ অনেক সংস্থা সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের নিরাপদে উদ্ধারের চেষ্টা করে চলেছে এবং আশা করা হচ্ছে যে, তাদের নিরাপদে দৃত বের করা হবে।
সিল্কিয়ারা সুড়ঙ্গ উদ্ধার অভিযানের দায়িত্বে থাকা জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্য লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন বলেন, “গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার ব্যবহার করে দেখা গেছে যে পরবর্তী ৫ মিটার পর্যন্ত আমাদের পথে কোনো বাধা নেই। আমরা প্রতিবন্ধকতা সনাক্ত করতে এটি ব্যবহার চালিয়ে যাচ্ছি।” উত্তরাখণ্ড সরকার বলেছে যে, অগার মেশিনের সামনে স্টিলের পাইপ এবং ভিতরে ঢোকানো পাইপটি বেঁকে যায়। এই কারণে অগার মেশিনটি নষ্ট হয়ে গেলে তা আবার মেরামত করা হয়। এরপর জানা যায়, দুই ঘণ্টা পর আমরা টানেলের ভেতরে পাইপ বসানোর কাজ শুরু হবে।
উত্তরাখণ্ডের (Uttarakhand )মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, “উদ্ধার অভিযান শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রী মোদি, শ্রমিকদের সমস্যার সম্মুখীন হওয়ার সমস্ত আপডেট নিচ্ছেন এবং সমাধান নিয়ে আলোচনা করছেন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত সংস্থা উদ্ধার অভিযানে একসঙ্গে কাজ করছে। আমরা আশা করি খুব শীঘ্রই এই অপারেশন শেষ হবে এবং সমস্ত শ্রমিক বেরিয়ে আসবে।” এছাড়াও এই অভিযানে নেমেছে এনডিআরএফ। আটকে পড়া শ্রমিকদের সঙ্গে উদ্ধারকারীদের দূরত্ব আর মাত্র ছয় মিটার। ফলে এবার দ্রুত কাজ শেষ হবে বলে আশাবাদী সকলে।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।