Uttarakhand Tunnel Collapse: সুড়ঙ্গ থেকে উদ্ধার হলো না ৪১ জন শ্রমিক! এবার নেয়া হলো নতুন পরিকল্পনা

Bahok News Bureau: চলতি বছরের ১২ই নভেম্বর ভোর ৪টে নাগাদ উত্তরাখন্ডের উত্তরকাশী জেলার ব্রহ্মখাল-যমুনাত্রী জাতীয় মহাসড়কে নির্মাণাধীন টানেলের একটি অংশ ধসে পড়ে। জানা গেছে, এই গোটা টানেলটি (Tunnel) সাড়ে চার কিলোমিটার লম্বা। ধসের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান উত্তরকাশির পুলিশ সুপার অর্পণ যদুবংশী। তাঁর তদারকিতেই শুরু হয় উদ্ধার অভিযান। টানেলের সামনের দিক থেকে ভিতরের দিকে প্রায় ১৫০ মিটার জমি ধসে পরে ওপর থেকে। এর ফলে আটকা পড়ে যান শ্রমিকরা।

কেনো সম্ভব হলো না উদ্ধার?

আটকে পড়া ৪১ জন শ্রমিককে ৯ দিন হয়ে যাওয়ার পরেও উদ্ধার করা সম্ভব হয়নি। ধ্বংস্তূপে সরিয়ে, অগার মেশিনে যান্ত্রিক ত্রুটি, নতুন করে ধস নামা একের পর এক বাধা এসেই চলেছে সুড়ঙ্গ(Tunnel )থেকে শ্রমিকদের উদ্ধারকাজে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

নেওয়া হলো নতুন পরিকল্পনা:

২০২৩ সালে দাঁড়িয়ে এত অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও নয় দিন পরেও কেন উদ্ধার করা সম্ভব হচ্ছে না শ্রমিকদের, তা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকেই। আটকে থাকা শ্রমিকদের পরিবারের তরফে প্রশাসনের গাফিলতির অভিযোগ তোলা হচ্ছে। ৪১ জন শ্রমিককে উদ্ধার করতে এবার একসঙ্গে পাঁচ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভারতে উদ্ধারকারীরা এখন শ্রমিকদের বাঁচাতে নতুন বিকল্পের দিকে তাকিয়ে আছেন। ধ্বংসস্তূপের মধ্য দিয়ে বিশাল এক পাইপ ঢুকিয়ে তার মধ্য দিয়ে শ্রমিকদের উদ্ধারের পরিকল্পনা করা হয়েছিল প্রথমে, তবে এখন কাজ বন্ধ রয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার সুড়ঙ্গ থেকে ফাটলের শব্দ শোনার পর উদ্ধারকারী দলগুলো কাজ বন্ধ করে দেয়। এরপর থেকে তাদের নতুন পরিকল্পনা করতে হচ্ছে।

এখন কর্মকর্তারা বলছেন, তারা দুটি সমান্তরাল সুড়ঙ্গ (Tunnel) খোঁড়ার পরিকল্পনা করছেন, যা শ্রমিকদের জন্য বের হওয়ার পথ তৈরি করতে সাহায্য করবে। গোটা উদ্ধারকাজটি পরিচালনার জন্য নিয়ে আসা হয়েছে পরিবহন এবং হাইওয়ে মন্ত্রণালয়ের সচিব অনুরাগ জৈনকে। সংবাদমাধ্যমকে অনুরাগ জানিয়েছেন, পাঁচটি অত্যন্ত পারদর্শী দলকে নিয়ে নতুন করে উদ্ধারকাজের নকশা তৈরি করেছেন তিনি। সুড়ঙ্গের সব দিক থেকে ড্রিলের কাজ শুরু হবে।

পাঁচটি দল কারা?

উদ্ধারকাজে অয়েল অ্যান্ড নেচার গ্যাস করপোরেশন (ONGC), সাতলুজ জলবিদ্যুৎ নিগম, রেল বিকাশ নিগম লিমিটেড, ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেড এবং তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট লিমিটেড প্রভৃতি এই পাঁচটি উদ্ধারকারীদল কাজ করছে। বর্ডার রোড করপোরেশন এবং সেনাবাহিনীও এই দলগুলোর সঙ্গে অংশ নিয়েছে। ঘটনাস্থলে চিকিৎসকদের দলও রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী কি বললেন?

আটকে পড়াদের পরিবার শ্রমিকদের দ্রুত উদ্ধারের জন্য বিক্ষোভ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই আটকে পড়া শমিকদের পরিবারগুলোকে আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন, শ্রমিকদের বাঁচাতে উদ্ধারকারীরা নির্বিঘ্নে কাজ করছে। অসহায় শ্রমিকদের মনোবল বজায় রাখা উচিত।

আরও পড়ুন: Uttarakhand Tunnel Collapse: টানা দশ দিন টানেলে আটকে শ্রমিক! উত্তরাখন্ডের টানেল দুর্ঘটনার দায় কার? কী বলছেন বিশেষজ্ঞগণ?

আরও পড়ুন: Richard Kettleborough: ‘অপয়া’! আবার ভারতীয় দলের জন্য ‘অশুভ’ হলেন আম্পায়ার রিচার্ড ক্যাটলব্রো! সত্যিই কি তাই? জানুন বিস্তারে

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)