Uttarakhand Tunnel Rescue: শ্রমিকদের উদ্ধারকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকায় Narendra Modi এবং PMO, অভিযান সফল হওয়ায় ঊচ্ছ্বসিত প্রধানমন্ত্রী! জানুন বিশদে, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: চলতি বছরের ১২ই নভেম্বর, দীপাবলির (Diwali) ভোরে উত্তরকাশীর নির্মীয়মান সিল্কিয়ারা টানেলে (Silkyara tunnel) ধস নামে। ভিতরে একটি অংশ ভেঙে পড়ে এবং ধ্বংসস্তূপের ওপারে আটকে পড়ে জনা ৪১ শ্রমিক। প্রায় ১৭ দিন ধরে চলে ওই শ্রমিকদের উদ্ধারের কাজ। এতদিন যে মুহূর্তের অপেক্ষায় ছিল গোটা দেশ, অবশেষে মঙ্গলবার অর্থাৎ ২৮শে নভেম্বর সন্ধ্যায় উপস্থিত হয় সেই ক্ষণ (Uttarakhand Tunnel Rescue)

মঙ্গলবার দুপুর নাগাদ টানেলে পাইপ বসানোর কাজ শেষ হয়। রাতে ওই টানেল থেকে নিরাপদে শ্রমিকদের এক এক করে বের করে আনা হয়। এরপরই গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে স্বস্তি। উদ্ধারকারী দলের নিরলস প্রচেষ্টার প্রশংসায় পঞ্চমুখ সকলে। আটকে পড়া শ্রমিকদের নিরাপদে বের করে আনায় উদ্ধারকারী দলের ভুয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

Uttarakhand Tunnel Rescue Update
Uttarakhand Tunnel Rescue: শ্রমিকদের উদ্ধারকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকায় Narendra Modi এবং PMO, অভিযান সফল হওয়ায় ঊচ্ছ্বসিত প্রধানমন্ত্রী! জানুন বিশদে, গ্রাফিক্স: বাহক

প্রধানমন্ত্রী কি বলেছেন?

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে করা এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেছেন, “উত্তরকাশীতে আমাদের ভাইদের উদ্ধার অভিযানের সাফল্যে সবাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। সুড়ঙ্গে আটকে পড়া বন্ধুদের বলতে চাই, আপনাদের সাহস এবং ধৈর্য সকলকে অনুপ্রেরণা জুগিয়েছে। আমি আপনাদের সকলের সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করছি। দীর্ঘ অপেক্ষার পর আমাদের এই বন্ধুরা এখন তাঁদের প্রিয়জনদের দেখা পাবেন। এটি অত্যন্ত তৃপ্তির বিষয়। এই চ্যালেঞ্জিং সময়ে এই সমস্ত পরিবারগুলি যে ধৈর্য এবং সাহস দেখিয়েছে, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়।”

প্রধানমন্ত্রী এই উদ্ধার অভিযানকে (Uttarakhand Tunnel Rescue) ‘মানবতা এবং দলবদ্ধভাবে কাজের’ অসাধারণ উদাহরণ বলেছেন। শুধু টুইট করাই নয়, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে ফোন করে উদ্ধার হওয়া শ্রমিকদের শরীর-স্বাস্থেরও খবর নেন তিনি। এমনকি যখন উদ্ধার কাজ চলছিল সেই মুহূর্তেও তিনি ধামিকে ফোন করে উদ্ধারকাজ সংক্রান্ত খবরাখবর এবং শ্রমিকদের ও তাদের পরিবারের অবস্থা সম্পর্কেও খোঁজ নেন।

পিএমওর ভূমিকা

১২ই নভেম্বর উত্তরকাশী জেলার যমুনোত্রী জাতীয় সড়কে টানেল ধসের খবর পাওয়ার সাথে সাথেই পিএমও (PMO)কে জানানো হয়েছিল। নেতা এবং পিএমও টিম তখন থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং ৪১ জনের জীবন বাঁচানোর সমাধান করেছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডঃ পিকে মিশ্র ২৭শে নভেম্বর ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অগ্রগতি পর্যালোচনা করেন। তিনি দেশের শীর্ষস্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। তিনি একটি যোগাযোগ লাইনের মাধ্যমে আটকে পড়া শ্রমিকদের সাথে যোগাযোগ করেন, তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হবে বলে আশ্বাস দেন। তাঁর নির্দেশে পিএমওর ডেপুটি সেক্রেটারি মঙ্গেশ ঘিলদিয়াল বৃহস্পতিবার উদ্ধার অভিযান সফল না হওয়া পর্যন্ত তিনি উত্তরকাশীতে ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রাক্তন উপদেষ্টা ভাস্কর খুলবে টানেল ধসের জায়গার কাছে ক্যাম্পিং করেছেন। পিএমওর নির্দেশে, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)), তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন, ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NHIDCL), জলবিদ্যুৎ উৎপাদন সংস্থা এসজেভিএন এবং পাওয়ার ফার্ম টিএইচডিসি ছিল। ড্রিলিং থেকে শুরু করে খাবার ও ওষুধ সরবরাহ পর্যন্ত তারা উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল (Uttarakhand Tunnel Rescue)

আরও পড়ুন: Digital Fraud: ৭০ লক্ষ মোবাইল নম্বর সাসপেন্ড করল কেন্দ্রীয় সরকার, কেন? কাদের নম্বর রয়েছে এই তালিকায়? জানুন বিস্তারে

 

 

আরও পড়ুন: Ritwick Chakraborty -Bangladesh: এবার ভারতের পরাজয়ে বাংলাদেশের উল্লাস নিয়ে মন্তব্য করলেন ঋত্বিক, কী বললেন তিনি?

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)