Uttarakhand Tunnel Rescue Update
Uttarakhand Tunnel Rescue: শ্রমিকদের উদ্ধারকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকায় Narendra Modi এবং PMO, অভিযান সফল হওয়ায় ঊচ্ছ্বসিত প্রধানমন্ত্রী! জানুন বিশদে, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: আজ উদ্ধারকাজের শেষ পর্যায় চলছিল উত্তরকাশীতে। উত্তরাখণ্ডের (Uttarakhand Tunnel) উত্তরকাশীর সিল্কিয়ারার সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিককে (41 labourers trapped) উদ্ধারের কাজের আজ ছিল ১৭তম দিন। এই অন্ধকূপ থেকে বেরিয়ে আলোর দেখা পাওয়ার আশায় ছিল শ্রমিকরা। টানা ১৭ দিন ধরে উদ্ধারকারীদের এই পরিশ্রম আজ সাফল্যের মুখ দেখতে পেলো শেষমেশ। আজ অর্থাৎ চলতি বছরের ২৮শে নভেম্ভর বিকেল ৫টার মধ্যেই তাঁদের উদ্ধার করে আনা হতে পারে বলে আগেই জানা গেছিলো প্রশাসন এবং সুড়ঙ্গ বিশেষজ্ঞদের থেকে পাওয়া আশ্বাসবাণীর ভিত্তিতে (Uttarakhand Tunnel Rescue Update)

Uttarakhand Tunnel Rescue Update

উত্তরকাশীর সিল্কইয়ারা সুড়ঙ্গের মুখে অ্যাম্বুল্যান্স এবং একাধিক স্ট্রেচার রাখা হয়। এমনকি ওই দুর্ঘটনাস্থলে (Uttarakhand Tunnel) চিকিৎসকরাও পৌঁছে যান। জানা গেছিল যে, উদ্ধারের পরই শ্রমিকদের নিয়ে যাওয়া হবে হাসপাতালে। প্রয়োজনে এয়ারলিফ্ট করা হবে তাদের। দুপুর ২টো ৩০ মিনিট নাগাদ সিল্কিয়ারা-বারকোট টানেলের মধ্যে প্রবেশ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

Pushkar Singh Dhami’s comment Uttarakhand Tunnel Rescue Update

ধামি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সকালেই আমাকে ফোন করেছিলেন। আটকে পড়া শ্রমিকদের ত্রাণ ও উদ্ধার কাজের বিষয়ে তথ্য নেন তিনি। শ্রমিকদের পরিবার-পরিজনদেরও খোঁজখবর নেন তিনি। শ্রমিকদের মানসিক স্বাস্থ্যের জন্য কী কী বন্দোবস্ত করা হয়ছে, তা নিয়ে জানতে চান। শ্রমিকদের নিরাপত্তার পাশাপাশি বাইরে ত্রাণ কাজে নিয়োজিতদের নিরাপত্তার জন্যও বিশেষ যত্ন নিতে হবে বলেও জানিয়েছিলেন।’

১৭ দিনের যুদ্ধশেষ (Uttarakhand Tunnel Rescue Update)। উদ্ধারকাজে একাধিকবার বাধা এলেও অন্ধকূপ থেকে অবশেষে মুক্তি পেলো শ্রমিকরা। উত্তরকাশীর টানেল থেকে একে একে বের করে আনা হল শ্রমিকদের। তাদের সঙ্গে দেখা করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। উদ্ধার কাজ শেষ হওয়ার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এক্স হ্যান্ডেলে পোস্ট দেন, ‘উত্তরাখণ্ডে শ্রমিকদের উদ্ধার কাজের সাফল্যে প্রত্যেকেই আবেগপ্রবণ হয়ে পড়ছে। আমি বলতে চাই, যাঁরা টানেলে আটকে ছিলেন, তাঁদের সাহস ও ধৈয্য সবাইকে অনু্প্রাণিত করছে। আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি’।

আরও পড়ুন: Jyotirao Phule – Death anniversary: আজ মহাত্মা জ্যোতিবা ফুলের মৃত্যুবার্ষিকী, অস্পৃশ্যতা বিরুদ্ধে আন্দোলন ও নারী শিক্ষায় অবদান ছিল অতুলনীয়! জানুন তাঁর সম্পর্কে অজানা কিছু কথা

 

 

আরও পড়ুন: Legends League Cricket : আবারও মাঠে দেখা যাচ্ছে একঝাঁক তারকা ক্রিকেটারদের! কারা রয়েছেন নেতৃত্বে? জানুন সবিস্তারে

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)