বাহক নিউজ় ব্যুরো: বাংলাদেশের বিভিন্ন জেলায় দুর্গাপুজোর দিনগুলোতে ইসলামী মৌলবাদীদের প্রতিমা, মণ্ডপ ভাঙচুরের ঘটনায় আজও উত্তাল বাংলাদেশ। গত দুইদিন ধরে বেশ কয়েকজন তাণ্ডবকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার নিন্দায় সরব প্রথম সারির রাজনৈতিক দলগুলো, বিভিন্ন সামাজিক সংগঠন প্রতিবাদে রাস্তায় নেমেছে।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই প্রসঙ্গে বলেন, “প্রাথমিক তদন্তের পরে পুলিশ প্রায় ১০০ জনকে গ্রেফতার করেছে। দু-এক দিনের মধ্যেই এই চক্রান্তের মাথাদের ধরা যাবে।” একই সুর প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলাতেও, তিনি জানিয়েছেন, “দুষ্কৃতীদের এমন শাস্তি দেওয়া হবে, যাতে দ্বিতীয় বার এই কাজ করার কথা তারা ভাবতেও না পারে।”

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

বিরোধী দল বিএনপি এই তাণ্ডবের নিন্দা করেছে।দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এ ঘটনার কঠোর নিন্দা করি। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনা হোক।” দলের আরেক নেতা খন্দকার মোশারফ হোসেন বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সম্প্রীতি বিনষ্ট করার জন্য ষড়যন্ত্রকারীরা পবিত্র ধর্মগ্রন্থ মণ্ডপে রেখেছিল। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

প্রতিবাদে পথে নেমেছে বামপন্থী সংগঠন গুলো। দেশের বিভিন্ন জায়গায় মিছিল করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য দেশগুলো। সাধারণ নাগরিকদের পক্ষ থেকেও বেশ কিছু প্রতিবাদ মিছিল দেখা গিয়েছে গত দুইদিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরও প্রতিবাদ সংগঠিত হয়েছে।

আরও পড়ুন – ফের একবার ছকভাঙা গল্প নিয়ে আসছেন ‘অ্যাকশন হিরো’ আয়ুষ্মান

কিন্তুু এত বড় একটা চক্রান্ত সংগঠিত করা, এবং দলবদ্ধভাবে হামলা চালানোর সময় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। সংখ্যালঘু ও আদিবাসী দপ্তরের সভাপতি ফজলে হোসেন বাদশা জানিয়েছেন, “তালিবান আফগানিস্তানে ক্ষমতা দখলের পরে মৌলবাদী শক্তি যে চাঙ্গা হয়েছে, সে বিষয়ে আমরা বারে বারে সরকারকে সতর্ক করে দিয়েছি। প্রশাসনের আরও সতর্ক থাকা উচিত ছিল।”

ঘটনার সূত্রপাত, কুমিল্লার একটি পুজা মণ্ডপে হনুমান মূর্তির পায়ের তলায় কোরান পাওয়া যাওয়াকে কেন্দ্র করে। এই অভিযোগে ইসলামী মৌলবাদীরা দেশের বিভিন্ন মণ্ডপে তাণ্ডব চালায়। গত চারদিনে বারোটি জেলায় অন্তত ছয়জন মারা গিয়েছেন।

Published on Wednesday, 20 October 2021, 12:14 pm | Last Updated on Wednesday, 20 October 2021, 12:15 pm by Bahok Desk