Vidyasagar Setu
Vidyasagar Setu: দ্বিতীয় হুগলি সেতুতে যান নিয়ন্ত্রণ আজ রাত থেকে, হঠাৎ কেন? যানজটের আশঙ্কার মাঝে বিকল্প রুটের ব্যবস্থা, জানুন বিশদে, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: ১৯৯২ সালে চালু হওয়া ৮২৩ মিটার দীর্ঘ দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge)। যাকে বিদ্যাসাগর সেতুও (Vidyasagar Setu) বলা হয়। সদা ব্যস্ত ও কর্মচঞ্চল এই সেতুটি হলো কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। স্বাস্থ্য পরীক্ষায় বহু পুরনো এই সেতুর খারাপ অবস্থা ধরা পড়ার পর রোপ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে হুগলি রিভারব্রিজ কমিশন। শেষমেষ আজ অর্থাৎ চলতি বছরের ৫ই ডিসেম্বর রাত ১০টা থেকেই দ্বিতীয় হুগলি সেতু সংস্কারের জন্য শুরু হচ্ছে যান নিয়ন্ত্রণ।

যানজট এড়াতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে?

এই সেতু থেকে হাওড়াগামী ফ্ল্যাঙ্কের দু’টি লেন বন্ধ করা হচ্ছে বলে লালবাজার জানিয়েছে। প্রাথমিকভাবে এই যান নিয়ন্ত্রণ মহড়া হিসেবে অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে। এই সময়ে সেতুর উপর ছোট গাড়ি, বাইক, যাত্রীবাহী গণপরিবহণ যাতায়াত করবে। কিন্তু, সমস্ত পণ্যবাহী গাড়ি চলাচলের জন্য বিকল্প রুটের ব্যবস্থা করেছে কলকাতা পুলিস। গত ১ নভেম্বর থেকে বিদ্যাসাগর সেতুর (Vidyasagar Setu) রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (HRCC)। সেতু মেরামতির জন্য আগামী কয়েক মাস অন্য রুট দিয়ে পণ্যবাহী যান চলাচল করানো হবে। প্রথম ফেজে বন্ধ রাখা হবে হাওড়াগামী লেন। পরের ফেজে ফের বন্ধ থাকবে কলকাতাগামী লেন। এই সময় কোন পথে চলবে পণ্যবাহী গাড়ি? সোমবার এই বিষয়ে লালবাজার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে?

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম পর্যায়ে হাওড়াগামী ২টি লেন বন্ধ করে কাজ করবে এইচআরবিসি। সেই কাজ সম্পূর্ণ হলে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে। তখন কলকাতাগামী ফ্ল্যাঙ্কের ২টি লেন বন্ধ থাকবে। তবে কতদিন এই পর্যায়ের কাজের মহড়া চলবে, তা স্পষ্ট করেনি লালবাজার (Lal Bazar)। তার জেরে যানজট নিয়ে যথেষ্ট আশঙ্কা তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে।

বিকল্প রুটের বন্দোবস্ত

ট্রাফিক পুলিস (Trafic Police) সূত্রে খবর, হাওড়াগামী তিনটি লেনের মধ্যে দুটি বন্ধ হয়ে গেলে আংশিক যানজট দেখা যাবে দ্বিতীয় হুগলি সেতুতে। হাওড়া কমিশনারেট এক কর্তা জানিয়েছেন, কলকাতাগামী ফ্ল্যাঙ্কে কাজের সময়ে হাওড়ার দিকেও আংশিক প্রভাব পড়বে। ট্রাফিক বিভাগ জানিয়েছে, দ্বিতীয় হুগলি সেতুতে সমস্ত রকম পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিদ্যাসাগর সেতুর উদ্দেশে যাওয়া ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়িগুলিকে সেন্ট্রাল অ্যাভিনিউ, শ্যামবাজার, বিটি রোড, ডানলপ হয়ে নিবেদিতা সেতু হয়ে হাওড়ার দিকে পাঠানো হবে। অন্যদিকে, বন্দর এলাকা থেকে হাওড়াগামী পণ্যবাহী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজ হয়ে। প্রয়োজনে সেগুলি এসপ্ল্যানেড ক্রসিং দিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ, শ্যামবাজার, বিটি রোড, ডানলপ হয়ে নিবেদিতা সেতু ধরতে পারবে।

Deepika Padukone 3rd Annual Academy Museum Gala 2023 look: ‘নীল গাউনে’ দীপিকা পাডুকোন! অভিনেত্রী নজরকাড়া লুক টেক্কা দিল হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যানকেও

 

 

 

Dinesh Phadnis: শোকের ছায়া টেলি টাউনে! প্রয়াত CID খ্যাত বিশিষ্ট অভিনেতা দীনেশ ফাদনিস! মৃত্যুর নেপথ্যের কারণ কী? জানুন বিস্তারে

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)