vikram veda Hrithik Roshan Saif Ali Khan
মুক্তি পেল 'বিক্রম-ভেদা'-এর টিজার, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: প্রকাশ্যে বিক্রম-ভেদা (Vikram Vedha 2022) সিনেমার টিজার। টিজার প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে নেট মাধ্যমে। ঋত্বিক রোশন ও সইফ আলি খানের লুক আগেই হইচই ফেলে দিয়েছিল। এবার, এই সিনেমার টিজার প্রকাশ্যে আসায় ফ্যানদের মধ্যে আরওই উন্মাদনা তৈরি হল। যদিও, সিনেমার টিজার পেশ করার ধরণের কারণে যারা ফ্যান নন, তাঁদেরও রীতিমতো নজর কেড়েছে এই টিজার। সেটা ইতিবাচক দিক থেকে হোক বা নেতিবাচক দিক থেকে।

‘বিক্রম ভেদায় কে কে রয়েছেন?’ (Vikram Vedha Cast)

অভিনেতা ঋত্বিক রোশন (Hrithik Roshan) ও সইফ আলি খান (Saif Ali Khan) অভিনীত ‘বিক্রম ভেদা’-এর সিনেমার প্রথম লুক প্রকাশ্যে আসার পর থেকেই ফ্যানরা অপেক্ষায় ছিলেন। অবশেষে দীর্ঘ সময় পরে প্রতীক্ষার অবসান ঘটল। প্রকাশ্যে এলো ‘বিক্রম-ভেদা’-এর টিজার। চলতি সপ্তাহে বুধবারে তথা ২৪শে আগস্ট তারিখে সিনেমার টিজারটি রিলিজ হয়। টিজার প্রকাশ্যে আসতেই ফ্যানদের দাবি, সংলাপ, ইমোশনাল ড্রামা ও অ্যাকশন সিকোয়েন্সের এক উপযুক্ত দাওয়াই। এই সিনেমায় ঋত্বিক রোশন খলনায়কের (Hrithik Roshan as Villain) চরিত্রে অভিনয় করেছেন এবং সইফ আলি খান অভিনয় করেছেন এক পুলিশের (Saif Ali Khan as Police) চরিত্রে। লুকের দিক দিয়ে এই দুই অভিনেতা একে অপরকে টক্কর দেওয়ার পরিস্থিতি তৈরি করেছেন বলে দাবি দর্শকদের।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আরও পড়ুন: Russia detained ISIS Suicide Bomber: রাশিয়ায় ধৃত ISIS জঙ্গির নিশানায় নূপুর শর্মা!, জেরায় স্বীকারোক্তি

দেখুন ঋত্বিক-সইফের ‘বিক্রম-ভেদার’ টিজার (Vikram Vedha Teaser)-

 

উল্লেখ্য, ঋত্বিক রোশন ও সইফ আলি খান অভিনীত ‘বিক্রম ভেদা’ (Vikram Vedha Hindi) সিনেমাটি প্রকৃতপক্ষে ২০১৭ সালে রিলিজ হওয়া সিনেমার রিমেক (Vikram Vedha 2017)। তবে, এই বলিউডের কোনো সিনেমার রিমেক না। এটি দক্ষিণ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির এক সিনেমা ‘বিক্রম-ভেদার’ (Vikram Vedha South India) রিমেক (Is Vikram Vedha a remake?)। তামিল সিনেমা ইন্ডাস্ট্রির সেই ‘আসল’ সিনেমাতে (Original Vikram Vedha) খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন বিজয় সেতুপাথি ও পুলিশের চরিত্রে অভিনয় করেছিলেন মাধবন। প্রসঙ্গত, এই সিনেমাও যখন বেরিয়েছিল শোরগোল ফেলে দিয়েছিল দর্শকদের মধ্যে। এবার এই সিনেমার রিমেক সিনেমা হলে বেরোলে দর্শকদের কতটা মন জয় করতে পারে, সেটাই অপেক্ষার। যদিও, টিজার যে ইতিমধ্যে দর্শকদের মনে সাড়া ফেলে দিয়েছে, সে বলা অপেক্ষা রাখে না।

দেখুন ‘আসল’ ‘বিক্রম ভেদার’ ট্রেলার (Original Vikram Vedha Trailer)-

সোশ্যাল মিডিয়ায় টিজারকে কেন্দ্র করে ইতিমধ্যে দর্শকরা প্রতিক্রিয়া দিতে শুরু করে দিয়েছেন। এই সিনেমার টিজার প্রসঙ্গে, ‘আকাশ’ নামক এক ফ্যানের দাবি ‘আসল’ সিনেমার থেকে রিমেক ‘টিজার’ তাঁর বেশি পছন্দ হয়েছে। তিনি বলেন, “আসলের থেকে ভালো লাগল”। অঙ্কিতা শর্মা নামক এক দর্শকের মন্তব্য, “বিক্রম ভেদার টিজার এক কথায় দারুণ! এটা দেখে খুবই ভালো লাগল। দীর্ঘ সময় ধরে এর অপেক্ষাতেই ছিলাম”। আবার অন্য আরেক দর্শকের কথায়, “ঋত্বিক + অ্যাকশন = ব্লকবাস্টার। রিমেক বা আসল, সেটা কোনো ব্যাপারই না। এক কথায় দুর্দান্ত টিজার”।

আরও পড়ুন: ‘এশিয়ান সেঞ্চুরি’ নিয়ে জয়শঙ্করের মন্তব্য সমর্থন চীনের, অথর্নৈতিক প্রবৃদ্ধি তে চীন-ভারত একসাথে?

কবে রিলিজ হচ্ছে ‘বিক্রম ভেদা’? (Vikram Vedha Release Date)

চলতি বছরেই ৩০ সেপ্টেম্বর তারিখে রিলিজ হতে চলেছে ঋত্বিক রোশন ও সইফ আলি খান অভিনীত ‘বিক্রম ভেদা’। দুইটি বিশেষ চমক রয়েছে এই সিনেমায়। একদিকে, ব্লকবাস্টার ছবি ‘ওয়ার’-এর প্রায় ৩ বছর পরে বড়ো পর্দায় ফিরছেন ঋত্বিক রোশন। অপরদিকে, এই প্রথম বড়ো পর্দায় ঋত্বিক রোশন ও সইফ আলি খানকে একসঙ্গে দেখা যাবে। একইসঙ্গে ঋত্বিক রোশনের ফ্যানদের জন্য সুখবর রয়েছে, ‘বিক্রম ভেদা’-এর পরে ঋত্বিক রোশনকে ‘ফাইটার’ সিনেমায় দেখা যাবে।