আজ পেপার ব্যাগ ডে। প্লাস্টিকের ব্যবহার জনজীবনকে যে ভাবে বিপর্যস্ত করে তুলেছে। তারই বিকল্প হিসাবে পেপার ব্যাগ ডে পালন করা হয়।
১৮৫২ সালে প্রথম আমেরিকান নিবাসী ফ্রান্সিস ওলি প্রথম পেপার ব্যাগ ডে মেশিন আবিস্কার করেন। তার কিছু বছর পর ১৮৭১ সালে মার্গারেট ই নাইট প্রথম ফ্ল্যাট প্রায় আধুনিক বটম পেপার ব্যাগ তৈরির মেশিন আবিস্কার করেন। তাঁকে বলা হয় ,বাজারের ব্যাগের জননী।’ এর পরে চার্লস স্টিলওয়েল, ওয়াল্টার ডেবুয়েনর এবং আরও অনেকে এই মেশিনকে আরও আধুনিক রুপ দেন ও বাজারের চাহিদামতো কাগজের ব্যাগ তৈরী করতে থাকেন।
প্রথমে কাগজের ব্যাগ ছিল খানিকটা বস্তার মতো। যার ফলে ব্যাগগুলিকে ফোল্ড করা কঠিন ছিল। পরে চার্লস স্টিলওয়েল সেই ব্যাগ গুলোকে যাতে খুব সহজেই ফোল্ড করা যায় ও মুড়ে রাখা যায় সেই রকম বানান। পরে ওয়াল্টার ডেবুয়েনর সেটিতে হাতল লাগানোর ব্যবস্থা ও করেন।
বর্তমানে প্রচুর মানু৮ষ এই কাগজের ব্যাগ ব্যবহার করার দিকেই ঝুঁকছেন। কারণ মূলত একটাই, পরিবেশকে ভালো রাখা। এই ব্যাগ পরিবেশ বান্ধব ও দাহ্য। যেখানে প্লাস্টিক ১০০০ বছরেও নষ্ট হয় না। এই ব্যাগ পুনরায় ব্যবহারযোগ্য ও কোনও রকম ভাবেই অস্বাস্থ্যকর নয়।
তবে বাজারে এখনও কাগজের ব্যাগের সংখ্যা অপ্রতুল। আশা করা যায়, খুব তাড়াতাড়ি মানুষ কাগজের ব্যাগে অভ্যস্ত হবে ।