ডায়মন্ড হারবার কলেজ পাড় এলাকায় ৬০ টি চারাগাছ লাগিয়ে শুরু হল পরিচয় ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি। পরে আরও অনেক বড় লক্ষ্য নিয়ে শুরু হলো এই কর্মসূচি।
একটি গাছ অনেক প্রাণ। এই ট্যাগলাইনকে সামনে রেখেই পরিচয় ফাউন্ডেশন গতকাল ১২.০৭.২০২১ এ বৃক্ষরোপণ কর্মসূচির সুচনা করল। ডায়মন্ড হারবারের নদীর তীর সংলগ্ন এলাকা কলেজ পাড়ে এই কর্মসুচিতে ৬০ টি চারাগাছ লাগানো হল। আশেপাশের অবহেলিত চারাগাছ যেমন বট, অশ্বত্থ,আম,জাম,আঁশফল,নোনা ফল,মাদারী,তেঁতুল,কদম,শিরীষ,নিম, মেহগনি ইত্যাদি গাছগুলো সংগ্রহ করে গাছকে যত্নসহকারে লাগানোই ছিল এই সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচির মুল লক্ষ্য। গাছ লাগানো ছাড়াও বেশ কিছু ফলের দানা ছড়িয়েছেন গাছ না থাকা কিছু কিছু জায়গায়।
তাঁদের এই মহৎ উদ্দেশ্যে এগিয়ে আসেন বেশ কিছু স্থানীয় পড়ুয়াও। সকলে মিলে এই কররমসুচিকে সফল করার চেষ্টা করেছেন, তা বলাই বাহুল্য। পরিচয় ফাউন্ডেশনের তরফে স্বপ্না মিদ্যার কথায়, ” আমরা এই বছর সবে শুরু করেছি এই পরিকল্পনা। ভবিষ্যতে ইচ্ছা আছে আরও ২০০ মেহগিনি গাছ লাগানোর। এছাড়াও আরো অন্যান্য জায়গায় যেখানে গাছ বেড়ে উঠতে পারে, সেইরকম জায়গায় বেশী বেশী গাছ ও বীজ লাগানোর পরিকল্পনা আছে। তবে শুধুমাত্র গাছ লাগানোই নয়। গাছের পরিচর্যা করে সেগুলি যাতে ঠিকমত বেড়ে উঠতে পারে, সেই দায়িত্ব আমাদের, পরিচয় ফাউন্ডেশনের”
প্রসঙ্গত উল্লেখ্য, এই বছর প্রথম নয়, এর আগে বহু উপলক্ষ্যেই তাঁরা গাছ লাগিয়েছেন। এমনকি স্বপ্না মিদ্যা কিছু অর্থ বিয়েতে উপহার স্বরূপ পান, সেই টাকা দিয়ে ফলের চারা কিনে হাওড়া জেলায় বেশ কিছু জায়গায় গাছ লাগানো হয়েছে। এছাড়াও এই সংগঠন প্রত্যেক বছরই বেশ কিছু জায়গায় ফলের গাছ লাগায়।