
Table of Contents
Bahok News Bureau: বিশ্বকাপের উত্তেজনা তুঙ্গে। আজ রবিবার তথা ১৯শে নভেম্বরে আহমেদাবাদের (Ahmedabad) স্টেডিয়ামে চলেছে অস্টেলিয়া ও ভারতের ফাইনাল ম্যাচ। তাই নিয়ে ভারতবাসী চরম উত্তেজিত। এর ঠিক আগে এক ওডিআই ম্যাচে ধরা পড়ল অবাক করে দেওয়া দৃশ্য। আফগানিস্থানের বিরুদ্ধে দিল্লীর মাঠে ভারত (India Afghanistan match world cup 2023) খেলতে নামলে বিরাট ও নবীনের সম্পর্কের মাঝে দেখা যায় এক নতুন সমীকরণ। তাদের মধ্যে কোন বিভেদ লক্ষ্য করেননি দর্শকরা। তাই স্বাভাবিক ভাবেই কিছু প্রশ্ন উঠে আসছে, তাহলে কি তাদের মধ্যেকার ঝামেলা মিটে গেছে? (Virat Naveen Fight) কে মেটালেন এই বিভেদ? দাবি করা হয়েছে, বিরাট নিজেই এই বিভেদ মেটাতে এগিয়ে আসেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারে।
ঝামেলার শুরু কীভাবে?
আইপিএলে বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে নবীন উল হকের (Naveen-ul-Haq) লড়াই হঠাৎ এক চর্চার বিষয় হয়ে ওঠে (Virat Naveen Fight)। সেই ঝামেলা নাকি বিরাট নিজেই মিটিয়ে নিতে চেয়েছেন এমনটাই জানাচ্ছেন পেসার নবীন। আই পি এলে রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালুরু বনাম লখনউ সুপার জায়ান্টের (RCB Vs LSG) ম্যাচ ছিল। বিরাট ব্যাঙ্গালুরুর হয়ে খেলছিলেন, নবীন খেলছিলেন লখনউ এর হয়ে। সেই সময় তাদের মধ্যে তর্কাতর্কি বাঁধে যা ম্যাচ শেষে বড় আকার নেয়। জড়িয়ে পড়েন লখনউ টিমের মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ম্যাচ ফি কাটা হয় তাদের। সেই ঝগড়াই বিশ্বকাপে এসে মিটে গেছে বলে জানা যাচ্ছে।

কে মেটালেন এই বিবাদ?
আই পি এল(IPL)-এ ঘটে যাওয়া ঝগড়ার রেশ বিরাট ও নবীনের মধ্যে নেই বললেই চলে (Virat Naveen Fight)। নবীন জানান, “বিরাট নিজেই বিবাদ মিটিয়ে নেবার কথা বলেন। আমিও তাই চাইতাম। আমরা দুজন খুব হেসেছিলাম। একে অপরকে জড়িয়ে ধরি এবং সব ঠিক করে নিই। বিরাট বলেছিল এরপর আমি খেলতে নামলে কেউ বিরাট, বিরাট বলে চিৎকার করবে না, সবাই আমার নাম ধরে চিৎকার করবে“।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।