Table of Contents
Bahok News Bureau: থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভিয়েতনামের পর ভারতীয় পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় এই ট্যুরিস্ট ডেস্টিনেশনও এবার ভিসা ফ্রি।মালয়েশিয়াতে (Malaysia Tour) বিনা ভিসাতেই যেতে পারবেন ভারতীয়রা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম (Anwar Ibrahim) রবিবার রাতে ঘোষণা করলেন যে, এবার থেকে ভারতীয় পর্যটকরা বিনা ভিসাতেই মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন।
ভিসা ফ্রি এন্ট্রি’ ((Visa-Free Entry) মালেশিয়ায় কতদিন জারি থাকবে?
বিনা ভিসায় মালয়েশিয়ায় গিয়ে ভারতীয়রা সর্বোচ্চ ১ মাস পর্যন্ত থাকতে পারবেন বলে জানিয়েছেন ইব্রাহিম। ১ ডিসেম্বর থেকে কার্যকর হতে চলেছে এই নিয়ম। অর্থাৎ, সেদিন থেকে ভারতীয়রা বিনা ভিসাতেই ঘুরে আসতে পারবেন দক্ষিণপূর্ব এশিয়ার এই সুন্দর দেশটি। কেবলমাত্র ভারতীয়রাই নয়, চিনাদের জন্যও এবার ভিসা ফ্রি করল মালয়শিয়া প্রশাসন। পিপলস পার্টি কংগ্রেসের একটি জনসভায় বক্তব্য রাখার সময় এই ঘোষণা করেন মালয়শিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম। যদিও কতদিন পর্যন্ত এই ফ্রি ভিসা চালু থাকবে তা অবশ্য তিনি বলেননি।
বিদেশ প্রধানমন্ত্রী কেন এই ঘোষণা করলেন?
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বিখ্যাত পর্যটনকেন্দ্র মালয়েশিয়া। এই দেশে প্রতি বছর প্রচুর বিদেশি পর্যটক যান। ভারতীয় পর্যটকদের বিদেশে ঘুরতে যাওয়ার অন্যতম সেরা ঠিকানা মালয়েশিয়া। দেশটির আর্থিক উপার্জন অনেকাংশেই নির্ভর করে পর্যটনশিল্পের উপরে। চিন এবং ভারত সেই উপার্জনের অন্যতম বড় উৎস। পরিসংখ্যান বলছে, মালয়েশিয়ার পর্যটনকেন্দ্রিক বিদেশি মুদ্রা আয়ের উৎসের তালিকায় চিন এবং ভারত রয়েছে যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে। কোভিড অতিমারির পর থেকে বিদেশে ঘুরতে যাওয়া অনেক কমে গিয়েছে। পর্যটনে মন্দার মুখোমুখি হয়েছে মালয়েশিয়াও। মনে করা হচ্ছে, সেই কারণেই পর্যটক টানতে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী ইব্রাহিম।
চলতি বছরে মালয়েশিয়ায় পর্যটক সংখ্যা:
রিপোর্ট অনুযায়ী, মালয়েশিয়ায় (Malaysia Tour) চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে মোট ৯১ লাখ ৬০ হাজার বিদেশি পর্যটক ঘুরতে গিয়েছেন। তাদের মধ্যে ছিলেন চিনের নাগরিক ৪ লাখ ৯৮ হাজার ৫৪০ জন। এদিকে ওই সময়ে ভারত থেকে মালয়েশিয়া গিয়েছেন ২ লাখ ৮৩ হাজার ৮৮৫ জন। কোভিডের আগে ২০১৯ সালে এই ৬ মাসের সময়কালে এই সংখ্যাটা ছিল আরও বেশি। সেবছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত চিন থেকে ১০ লাখ এবং ভারত থেকে ৩ লাখের বেশি মানুষ গিয়েছিলেন মালয়েশিয়ায়। এর আগে পর্যটন ক্ষেত্র থেকে আয় বাড়াতে থাইল্যান্ডও জানিয়েছিল, ভারতীয়দের বিনামূল্যে ভিসা দেওয়া হবে।
কতদিন থাকছে ‘ভিসা ফ্রি এন্ট্রি অফার?
চলতি বছরের ১০ নভেম্বর থেকে শুরু হয়েছে এই ‘অফার’। চলবে আগামী বছরের ১০ মে পর্যন্ত। এই সময়কালের মধ্যে যেকোনও ভারতীয় বিনা খরচেই থাইল্যান্ডের ভিসা পাবেন এবং সেই দেশে ঘুরে আসতে পারবেন।
আরও পড়ুন: Cricket : এই মুহুর্তে বিশ্বের সবচেয়ে ধনী ৫ ক্রিকেটার কারা! জেনে নিন
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।