এবারেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। কলকাতা ও তার পাশাপাশি সংলগ্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।আপাতত এখনই রেহায় নয় ভারী বৃষ্টির হাত থেকে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। মৌসুমি জলবায়ু ও নিম্নচাপ এই দুই জোড়াফলাতেই এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই জারি হয়েছে কমলা সর্তকতা। বৃষ্টিপাত হলেও আবহাওয়া জনিত অস্বস্তি থেকে এখনই মিলবে না মুক্তি।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দিঘার কাছে একটি মৌসুমি অক্ষরেখা অবস্থান করেছে। এর সাথে আবার ঝাড়খন্ডে ঘণীভূত হয়েছে নিম্নচাপ। এই কারনেই রাজ্যে জারি হয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্রবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের জেলা দার্জিলিং ও কালিম্পং এ ব্জ্র বিদ্যুৎ সহ অতিভারী বৃষ্টিপাত হবে। এছারাও ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুরে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ দিনাজপুর ও মালদায়। প্রায় ৫দিন পর্যন্ত তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটবেনা।
অন্যদিকে আজ বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা।, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর বাকি প্রায় সমস্ত জেলাতেই মাঝারি বৃষ্টি পাত হবে। শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আগামী ২৪ ঘন্টায়।বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তাই এই আর্দ্রতাজনিত অস্বস্তি ও একই সাথে ভারী বৃষ্টি নাজেহাল করবে মানুষকে।
Published on Thursday, 19 August 2021, 11:42 am | Last Updated on Thursday, 19 August 2021, 12:03 pm by Bahok Desk









