West Asian Crisis: পশ্চিম এশিয়ার যুদ্ধ থামাবে নয়াদিল্লি! কেন শান্তি ফেরাতে আমেরিকা-ইরানের ভরসা ভারতই? জানুন বিস্তারিত, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: আমেরিকার বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন (Antony Blinken) এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন (Lloyd James Austin) সম্প্রতি ভারত (India) সফরে এসেছিলেন। নয়াদিল্লির (New Delhi) সঙ্গে তাঁদের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। তাঁদের মূল আলোচনার বিষয় ছিল ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকার অগ্রগতি, তবে পশ্চিম এশিয়ায় যুদ্ধ এবং সেই সংক্রান্ত সঙ্কটের কথাও বৈঠকে উঠে আসে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ (Rajnath Singh) এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) সঙ্গে দেখা করেন তাঁরা। ব্লিঙ্কেন এবং লয়েডের সঙ্গে দেখা করার পর জয়শঙ্কর এক্স হ্যান্ডেলে জানান, তাঁদের আলোচনার অন্যতম বিষয় ছিল পশ্চিম এশিয়া (west asian crisis)। এছাড়াও, দক্ষিণ এশিয়া (South Asia), ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকা (Indo-Pacific area) এবং ইউক্রেন সঙ্কট (Ukraine Crisis) নিয়েও তাঁদের মধ্যে কথা হয়।

পশ্চিম এশিয়া ঝঞ্ঝাট:

পশ্চিম এশিয়ায় এক মাসের বেশি সময় ধরে বিধ্বংসী যুদ্ধ চলছে (War in West Asia)। সেই সংঘাতে মৃত্যুমিছিল জারি। ১১ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এই পরিস্থিতিতে, রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে ইজরায়েলকে যুদ্ধ থামাতে অনুরোধ করা হয়েছে (Israel-Palestine War)। ভারত প্রথম থেকেই পশ্চিম এশিয়ার সমস্যার দ্বিপাক্ষিক শান্তিপূর্ণ সমাধানের কথা বলে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi), ইজরায়েলের ভূখণ্ডে হামাসের হামলার কড়া নিন্দা করেছিলেন (Hamas attack on Israel)।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

প্যালেস্তিনীয় নাগরিকদের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মোদী (PM Narendra Modi)। এরপর নয়াদিল্লির তরফে বলা হয়, আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যে ভারসাম্য বজায় রেখে ওই এলাকায় শান্তি ফেরানোর কথা। যুদ্ধ চলাকালীন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির (Ebrahim Raisi) সঙ্গে ফোনে কথা বলেন মোদী। আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের গুরুত্ব সাম্প্রতিক অতীতে নিঃসন্দেহে বেড়েছে। ইরানের প্রেসিডেন্ট মোদীকে পশ্চিম এশিয়ার যুদ্ধ (West Asia War) পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতকে তার ক্ষমতা প্রয়োগ করার অনুরোধ জানিয়েছেন। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভার (Luiz Inácio Lula da Silva) সঙ্গেও কথা বলেছেন মোদী।

পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাবে ভারত? 

আমেরিকার আলোচনা, ইরানের অনুরোধ কিংবা ব্রাজিলের সঙ্গে আলাপচারিতা পশ্চিম এশিয়ার সঙ্কট নিয়ে আন্তর্জাতিক মহলে নয়াদিল্লির গুরুত্ব বৃদ্ধির দিকেই ইঙ্গিত বহন করছে। আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান সম্ভব আর সেই ক্ষেত্রে ভারতকে গুরুত্ব দিচ্ছে হোয়াইট হাউস। যেহেতু প্রথম থেকেই ইজরায়েল (Israel) এবং প্যালেস্টাইন (Palestine) সঙ্কটে ভারতের অবস্থান নিরপেক্ষ, তাই এই সঙ্কটের দিনে ভারতের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের একার পক্ষে সম্ভব না হলেও সম্মিলিত ভাবে কাজ করে ভারতের পক্ষে পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানো সম্ভব (war and peace in west asia)

আরও পড়ুন: Jawaharlal Nehru Birthday: কেন বুক পকেটে ‘গোলাপ’ রাখতেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু? আসল কারণ জানলে মুগ্ধ হয়ে যাবেন

আরও পড়ুন: Children’s day 2023: ভারতে কবে শিশু দিবস পালিত হয় এবং কেন? কোন সালে প্রথম শিশু দিবস পালন করা হয়? জানুন বিস্তারে

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)