অণ্ডালে জাতীয় সড়কের ধারে পাওয়া গেল অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে যে, মৃতদেহটি শুক্রবার সকালে স্থানীয়দের নজরে পড়েছে। এরপরেই তাঁরা পুলিশকে খবর দেন এবং পুলিশে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন।

সূত্রের খবরের ভিত্তিতে জানা গেছে যে, অণ্ডালে জাতীয় সড়ক তথা এনএইচ-২-এর ধারে একটি গৃহ নির্মাণের কাজ চলছিল। স্বাভাবিকভাবেই সেখানে কিছু রাজমিস্ত্রী ওই গৃহ নির্মাণের কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ তাঁদের নজর রাস্তার ধারে পড়ে থাকা সন্দেহজনক বস্তার ওপরে পড়ে। এরপরেই তাঁরা তাঁদের সন্দেহ দূর করতে ওই বস্তাটির কাছে যান। সেখানে গিয়ে তাঁরা যা দেখলেন তা দেখে স্তম্ভিত হয়ে থেকে গেলেন। রাজমিস্ত্রীদের বক্তব্য অনুযায়ী, ওই বস্তাতে এক ব্যক্তির মৃতদেহ টুকরো টুকরো অবস্থায় পড়েছিল।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

উদ্ধারকার্য চলছে তখন

এই দেখেই তাঁরা পুলিশকে খবর দেন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ পৌঁছে ওই মৃতদেহকে উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। যদিও, মৃতদেহের পরিচয় এখনও জানা সভপব হয়নি। তবে জানা গেছে যে, পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমে পড়েছে। পুলিশি তরফে জানা গেছে যে, প্রাথমিক তদন্তে মনে করা হয়েছে যে, উক্ত মৃত ব্যক্তির খুন অন্য জায়গায় করা হয়েছে এবং খুন করার পরে তাঁর দেহ টুকরো টুকরো করে বস্তায় ভরে অণ্ডাল জাতীয় সড়কের পাশে অবস্থিত ঝোপঝাড়ে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে যে, অজ্ঞাত পরিচয় মৃতদেহের পরিচয় জানার জন্য আশেপাশের সমস্ত থানায় ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে।

 

ইবতিসাম খান

Published on Saturday, 17 July 2021, 8:29 am | Last Updated on Saturday, 17 July 2021, 8:29 am by Bahok Desk