পশ্চিমবঙ্গ মারোয়াড়ি সম্মেলন রানিগঞ্জে শাখার তরফে ‘করোনা যোদ্ধা সাংবাদিকদের করা হল সম্মানিত।

করোনা অতিমারির সময়েও যারা নিরলসভাবে নিজেদের কর্তব্য পালন করে গেছে, রানিগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের সম্মান দেওয়া হল। এই অনুষ্ঠানের আয়োজন বৃহস্পতিবার সন্ধ্যা বেলায় ‘তিলক পুস্তকালয়ে’ করা হয়েছিল। পশ্চিমবঙ্গ মারোয়াড়ি সম্মেলনের সদস্যরা একটি উত্তরীয় ও একটি শংসাপত্র দেওয়ার মাধ্যমে ওই এলাকার সাংবাদিকদের সম্মান জানালেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ মারোয়াড়ি সম্মেলনের প্রধান অনুপ সরাফ এবং মহাসচিব সঞ্জয় বাজোরিয়া বলেছেন, “করোনা ভাইরাসের প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে সাংবাদিকরা সেই সময়ে ‘করোনা যোদ্ধা’-এর ভূমিকা পালন করেছে, যখন করোনার ত্রাসে কেউ বাড়ির বাইরে বেরোতে পারতেন না। করোনা আবহের মাঝেই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন রকমের খবর সংগ্রহ করে আনতে থেকেছেন এবং মানুষের ঘরে ঘরে সঠিক খবর সযত্নে পৌঁছে দিয়েছেন”।

পশ্চিমবঙ্গ মারোয়াড়ি সম্মেলনের আরেক সদস্য মহেশ কলোটিয়া এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশংসা করেছেন। সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেছেন, “করোনা ভাইরাসের সংক্রমণের মাঝেও সাংবাদিকরা তথ্যের আদানপ্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই জন্য সমস্ত সাংবাদিকই প্রশংসার যোগ্য”। উল্লেখ্য, ‘করোনা যোদ্ধা’ সাংবাদিকদের উদ্দেশ্যে সম্মানিত করার উদ্দেশ্যে বৃহস্পতিবারে আয়োজিত ওই বিশেষ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ মারোয়াড়ি সম্মেলনের কোষাধ্যক্ষ রাজেশ গণেড়িয়াল অনিল লোহারুয়ালা এবং অরুণ ভারতীয়া ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

                                                                                                                     ইবতিসাম খান