পুলিশি তরফে অনেক চেষ্টার পরেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সাইবার ক্রাইম। এবার সাইবার ক্রাইমের শিকার হলেন আসানসোলের দক্ষিণে অবস্থিত গোপালপুর এলাকায় বসবাসকারী এক বাসিন্দা। এই সাইবার ক্রাইমের শিকার হয়ে তিনি হারালেন প্রায় ৫৮ হাজার টাকা।
যুবতীর নাম অভিশ্রুতি মাঝি, তিনি পেশায় মেকাপ-আর্টিস্ট। তাঁর বক্তব্যের ভিত্তিতে জানতে পারা গেছে যে, তিনি আসানসোল-দুর্গাপুর কমিশনারেট-এর অধীনে সাইবার ক্রাইম বিভাগে এই ঘটনা প্রসঙ্গে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এই ঘটনা প্রসঙ্গে অভিশ্রুতি মাঝি জানিয়েছে যে, তিনি শিলিগুড়ি থেকে কিছু প্রসাধন সামগ্রী অনলাইনে কেনার জন্য অর্ডার করেছিলেন এবং কুরিয়ার মাধ্যমেই ওই সামগ্রীগুলো তাঁর পাওয়ার কথা ছিল। তিনি সেই সমস্ত সামগ্রী নেওয়ার জন্য আসানসোলে অবস্থিত কুরিয়ার সংস্থাতেও যান। কিন্তু, সেখানে গিয়ে তিনি তাঁর সামগ্রী সম্পর্কিত কিছুই পেলেন না। এরপরে, তিনি টোল ফ্রী নং-এ ফোন করলে সেখানেও তিনি যোগাযোগ করতে ব্যর্থ হন। এক্ষেত্রে, কল রিং হওয়ার সঙ্গে সঙ্গেই কেটে দেওয়া হয়। পরে অভিশ্রুতি অন্য একটি ফোন নং দিয়ে কল করলে, ওইদিক থেকে কল রিসিভ করে এবং বলা হয় যে অভিশ্রুতির ঠিকানা আপডেট করার জন্য আরও ৫ টাকা পাঠাতে হবে। অভিশ্রুতি প্রথমে টাকা পাঠাতে অসম্মতি দিলেও, পরে রাজি হয়ে যায়।
এই সমস্ত কিছুর মধ্যে, তাদের কথার মাঝে অভিশ্রুতি এতটাই ফেঁসে গেছিল যে, সে অভিযুক্তদের কথা মতো নিজের ফোনে “এনিডেস্ক’ নামক অ্যাপটি ইন্সটল করে নেয়। উল্লেখ্য, এখানেই সবচেয়ে বড়ো এবং ভুল পদক্ষেপ নিয়ে নেয় অভিশ্রুতি। এরপরেই, অভিযুক্তরা অভিশ্রুতির মোবাইলের মাধ্যমে ৫৮ হাজার টাকা উধাও করে দেয়। অভিশ্রুতি যতক্ষণে জানতে পারে যে, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে গেছে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। অবশেষে, সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করতে বাধ্য হন অভিশ্রুতি।