West Bengal Anganwadi Recruitment 2023: রাজ্যে শুরু হলো অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ! কীভাবে আবেদন করবেন, আবদনের যোগ্য কারা? জানুন বিস্তারে, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: এবার রাজ্যের সকল মহিলা চাকরিপ্রার্থীদের জন্য রইলো একটি অত্যন্ত সুখবর। সম্প্রতি রাজ্যের জেলা ভিত্তিক ভাবে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা (anganwadi worker and helper) নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে (west bengal anganwadi recruitment 2023)। মুখ্যমন্ত্রী প্রায় ৩৬ হাজার শূন্যপদে এই কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী, সরকারের চাইল্ড ডেভলপমেন্ট প্রোজেক্ট অফিসারের দপ্তর কতৃক প্রকাধিত হলো অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তির দ্বারা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মী নিয়োগ হবে। আজ আমরা আপনাদের এই প্রতিবেদনে শূন্যপদের সংখ্যা, আবেদন করার পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে চলেছি। আসুন তবে দেখে নেওয়া যাক।

পদের নাম: (anganwadi recruitment 2023 Name of the Post)

অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও হেল্পার (anganwadi worker and helper)।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

মোট শূন্যপদ: (anganwadi recruitment 2023 Vacancy) 

বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্যপদের সংখ্যা ২৫ টি।

শিক্ষাগত যোগ্যতা: (Educational Qualification for anganwadi recruitment 2023) 

আপনি যেকোনো বিদ্যালয় থেকে নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ করলেই এই পদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। উচ্চতর যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন।

বয়সসীমা: (anganwadi recruitment 2023 Age Limit)

আবেদনকারীদের বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে।

নিয়োগ পদ্ধতি: (anganwadi recruitment 2023 Recruitment Process)

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে মোট ৯০ নম্বরের এবং ইন্টারভিউ হবে মোট ১০ নম্বরের।

আবেদন পদ্ধতি: (How to apply for anganwadi recruitment 2023?)

চাকরিপ্রার্থীদের অফলাইন পদ্ধতিতে সম্পূর্ণ আবেদনটি জানাতে হবে (anganwadi recruitment 2023 west bengal online apply)। সেক্ষেত্রে আবেদনপত্রটি প্রিন্ট করে তাতে উপযুক্ত তথ্যপূরণ করতে হবে। এরপর পূরণকরা আবেদনপত্রের সঙ্গে নিজের সাম্প্রতিক বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় নথিকে একত্রে জমা দিতে হবে দপ্তরের নির্দিষ্ট অফিসে।

আবেদনের শেষ তারিখ (anganwadi recruitment 2023 last date):

২০২৩ সালের ৫ই ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে (anganwadi recruitment 2023 west bengal last date)

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:

Block Development Officer, Office of The Block Development Office, Darjeeling Pulbazar Development Block, P .O.-Bijanbari, Dist.-Darjeeling, PIN-734201

আরও পড়ুন: Suella Braverman- Rishi Sunak: লন্ডন পুলিশের নিন্দা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, বরখাস্ত ভারতীয় বংশোদ্ভূত! ঠিক কি ঘটেছিল সেদিন?

আরও পড়ুন: PM Narendra Modi-Mallikarjun Kharge: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উঠল বিশ্বাসঘাতকতার অভিযোগ! কি বললেন খড়গে? জেনে নিন বিশদে

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)