
Table of Contents
Bahok News Bureau: রাজ্য সরকার, দেশের জনসাধারণের জন্য বেশ কিছু প্রকল্প চালু করেছে, যেখানে নাম নথিভুক্ত করলে পাওয়া যায় মাসিক বা বাৎসরিক আর্থিক সাহায্য। পশ্চিমবঙ্গের লোকশিল্প বেশ বিখ্যাত। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee), এই শিল্পকে সকলের সামনে তুলে ধরতে এবং শিল্পীদের উন্নয়নে একটি সামাজিক প্রকল্প চালু করেছেন (West Bengal Scheme 2023) লোকপ্রসার প্রকল্প (Lokprasar Prakalpa)। । এই প্রকল্পের হাত ধরেই বাংলার লোকশিল্পীরা পান প্রতিমাসে এক হাজার টাকা।
লোকপ্রসার প্রকল্পের উদ্দেশ্য: (Purpose of Lokprasar Prakalpa)
বাংলার ঐতিহ্যপূর্ণ লোকসঙ্গীত (Folk Song) জগত বিখ্যাত। তাই এই সঙ্গীতের সঙ্গে যুক্ত শিল্পীদের সামাজিক উন্নয়নের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ২০১৭ সালে একটি প্রকল্প চালু করেন। এই প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেন, তাদের সরকারের তরফে একটি পরিচয়পত্র দেওয়া হয়। ৬০ বছরের বেশি বয়স্ক লোকশিল্পীদের পেনশন দেওয়ারও ব্যবস্থা করেছে সরকার। প্রতিমাসে এক হাজার টাকা প্রদানের পাশাপাশি প্রকল্পে নাম থাকা ব্যক্তিদের সরকারের বহু উন্নয়নমূলক প্রকল্পে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া, সরকারের তরফ থেকে প্রত্যেক শিল্পীকে প্রতিমাসে অন্তত ৪ থেকে ৫ টি অনুষ্ঠান করার সুযোগ দেওয়া হয়। জেনে নিন এই প্রকল্পে আবেদন করার যোগ্যতা ও নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত।
লোকপ্রসার প্রকল্পে আবেদন করার যোগ্যতা ও নিয়ম : (Eligibility to apply for Lokprasar Prakalpa)
এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারী ব্যক্তিতে পশ্চিমবঙ্গের (West Bengal) স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে অবশ্যই কোনো না কোনো লোক শিল্পের সঙ্গে যুক্ত থাকতে হবে, যেমন বাউল গান, ছৌ নাচ, পটের গান, রণ নৃত্য, ঝুমুর গান ইত্যাদি। এর পাশাপাশি, স্থানীয় লোকশিল্পীরাও এই প্রকল্পে আবেদন করতে পারেন।
কীভাবে লোকপ্রসার প্রকল্পে আবেদন করবেন? (How to apply for Lokprasar Prakalpa)
তথ্য ও সংস্কৃতি দফতরে গিয়ে সংশ্লিষ্ট প্রকল্পের আবেদন জানানো যাবে (West Bengal Scheme 2023)। লোকশিল্পী যেই জেলার বাসিন্দা, সেই জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিক বা মহকুমা তথ্য, সংস্কৃতি আধিকারিকের কাছে আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর সময় শিল্পীকে আবেদনপত্র জমা দেওয়ার সময় সঙ্গে তাঁর একটি পরিচয়পত্রও জমা দিতে হবে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির কাছ থেকে লোকশিল্পী তাঁর পরিচয়পত্র তৈরি করে তা জমা করবেন এবং এর সঙ্গে প্রয়োজনীয় নথি হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ছবি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস জমা করতে হবে। আবেদন গৃহীত হওয়ার পর সরকার আবেদনকারী ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রকল্পের টাকা প্রেরণ করবে।
আরও পড়ুন: আরও পড়ুন: Sam Altman OpenAI CEO: চ্যাট জিপিটির স্রষ্টা যোগ দিতে চলেছেন মাইক্রোসফটে! জানুন বিশদে
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।