Ritwick Chakraborty -Bangladesh
Ritwick Chakraborty -Bangladesh : ভারতের পরাজয়ে বাংলাদেশের উল্লাস নিয়ে মুখ খুললেন অভিনেতা ঋত্বিক! কী বললেন তিনি?, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: এবারের বিশ্বকাপ ফাইনালে (World Cup) অজিদের কাছে ভারতের পরাজয়ের কারণে স্বপ্ন ভাঙ্গে কোটি কোটি ভারতবাসীর। ভারতবাসীর মনখারাপ নুনের ছিটে দিতে ভারতের পরাজয়ে পড়শী দেশ বাংলাদেশের (Bangladesh) অসংখ্য মানুষ উল্লাসে মাতোয়ারা হয়ে ওঠে। রাস্তায় নেমে অকথ্য ভাষায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে গালি দেওয়া থেকে শুরু করে উচ্ছ্বাস প্রদর্শন, কোনো কিছুই বাকি রাখেনি। ওপার বাংলার মানুষ এমনও বলে যে, টিম ইন্ডিয়া নাকি বেশি বাড়াবাড়ির জন্যই হেরে ভূত। ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty -Bangladesh)ও এই বিতর্কে নতুন মন্তব্য করলেন।

ভারত (India) বিদ্বেষের ছবি স্পষ্ট হয়ে যায় তাদের আনন্দ উল্লাসে। পড়শী দেশের মানুষের থেকে এমন খারাপ ব্যবহারে তীব্র বিতর্কের জন্ম দেয়। ভারতের ক্রিকেট প্রেমী মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই পড়শী দেশের এহেন ব্যবহারে যথেষ্ট ক্ষুব্ধ হন। ভারতের আপামর জনতার প্রত্যেকে বাংলাদেশিদের বয়কট করার দাবি করেন। এমনকি, আইপিএল থেকেও যাতে বাংলাদেশি ক্রিকেটারদের চিরতরে ব্যান করা হয় সেই দাবিও ওঠে। পড়শী দেশের এহেন আচরণের প্রতিবাদে ইতিপূর্বেই বাংলাদেশিদের বুকিং ক্যান্সেলও করে দার্জিলিঙয়ের একটি হোটেল।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

Ritwick Chakraborty -Bangladesh

এবার এই প্রতিবাদে সরব টলিপাড়া। টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood Industry) একজন স্বনামধন্য তারকা ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) এবার মজার ছলেই তাঁর ফেসবুক (Facebook) পেজে মিষ্টি করে বাংলাদেশের কটাক্ষের জবাব দেন। তিনি লেখেন, ‘ইন্ডিয়া তো মোটে চারবার ওয়ার্ল্ডকাপ ক্রিকেটে ফাইনালে উঠে দুবারই হেরে গেছে!মনে রাখবেন বাংলাদেশ কিন্তু কখনও ওয়ার্ল্ডকাপ ফাইনালে হারেনি! তাই তো ফাইনালে হার নিয়ে ঠাট্টা- মশকরাটা বেশ মানিয়ে যাচ্ছে! অনেকে কেন যে রেগে যাচ্ছে বুঝছিনা।’ অভিনেতার এই পোস্টে তাঁর সকল অনুগামীরা হাসির ইমোজি দেন। এই পোস্ট দেশে বাংলাদেশের কেউ কেউ বেশ অবাক হন। শেষমেশ এই বিষয়টা কোন দিকে বাঁক নেয় এখন তা দেখার বিষয়।

আরও পড়ুন: Priyanaka Chopra : বলিউডে পা রাখার গোড়াতেই নিজের মুখে অস্ত্রপ্রচার করার সিদ্ধান্ত নিয়েছিলেন বলিউডের দেশী গার্ল! নেপথ্যের কারণ জানলে অবাক হবেন আপনিও! জানুন বিস্তারিত

আরও পড়ুন: Sukanta Majumder-Calcutta High Court: রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা দেওয়া বন্ধ! হলফনামা জমা না করলে দিতে হবে মোটা অংকের জরিমানা, ঠিক কী ঘটেছে? জানুন বিস্তারিত

 

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)