এবার কৃত্রিম বৃষ্টি কি পারবে দিল্লির বায়ু দূষণের মোকাবিলা করতে? চলছে কৃত্রিমভাবে মেঘ তৈরির প্রস্তুতি, জানুন বিস্তারিত

Bahok News Bureau: গত ৫ বছর ধরে আইআইটি কানপুর দিল্লির দূষণ ঠেকাতে কৃত্রিমভাবে মেঘ তৈরি করে কৃত্রিম বৃষ্টি ঘটানোর বিষয়টি নিয়ে কাজ করে চলেছে। কৃত্রিম বৃষ্টি, যাকে ক্লাউড সিডিংও (Cloud Seeding) বলা হয়। এতে বিমান বা হেলিকপ্টারের মাধ্যমে বায়ুমণ্ডলে সিলভার আয়োডাইড, পটাসিয়াম আয়োডাইড এবং শুষ্ক বরফের মতো রাসায়নিক পদার্থ প্রবেশ করানো হয়। এই কণাগুলি জলীয় বাষ্পকে আকর্ষণ করে, যার ফলে মেঘ তৈরি হয় এবং বৃষ্টিপাত হয়। সংস্থা সূত্রে খবর, গত জুলাই মাসে এই বিষয়ে পরীক্ষাও সফল হয়েছে।

এবার কৃত্রিম বৃষ্টি কি পারবে দিল্লির বায়ু দূষণের মোকাবিলা করতে? চলছে কৃত্রিমভাবে মেঘ তৈরির প্রস্তুতি, জানুন বিস্তারিত

Artificial Rain in delhi 

এবার কর্তৃপক্ষ সার্বিকভাবে দিল্লি (Delhi) ও সংলগ্ন এনসিআর (Delhi NCR) অঞ্চলে দূষণ ঠেকাতে কৃত্রিম বৃষ্টি (Artificial Rain) নামাতে উদ্যত হয়েছে। দিল্লি ও সংলগ্ন NCR অঞ্চলের বায়ু দূষণ বর্তমানে চরম পর্যায়ে পৌঁছে গেছে। এহেন পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে যান চলাচলে জোড়-বিজোড় ফর্মুলা শুরু করেছে কেজরীওয়াল সরকার (Kejriwal Government)। এমনকি, স্কুল ও কলেজে ছুটিও ঘোষণা করা হয়েছে। তবে, শুধুমাত্র এই সব করে দূষণ ঠেকানো যাবে না। এই দূষণ কমানোর অন্যতম উপায় হলো বৃষ্টি। তবে, নভেম্বরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এবার কৃত্রিম বৃষ্টি কি পারবে দিল্লির বায়ু দূষণের মোকাবিলা করতে? চলছে কৃত্রিমভাবে মেঘ তৈরির প্রস্তুতি, জানুন বিস্তারিত

IIT Kanpur Artificial Rain

তাই আইআইটি কানপুর এবার কৃত্রিম বৃষ্টি (Artificial Rain) নামানোর প্রস্তাব দিয়েছে। আইআইটি কানপুরের (IIT Kanpur) গবেষকরা জানিয়েছেন যে, তারা কৃত্রিম মেঘ তৈরি করে বৃষ্টি নামাতে প্রস্তুত। ইতিমধ্যে আইআইটি কানপুর (IIT Kanpur) কর্তৃপক্ষ এই বিষয়ে ডিজিসিএর অনুমতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন। আইআইটি কানপুরের (IIT Kanpur) গবেষকরা জানান, কৃত্রিম বৃষ্টির জন্য নির্দিষ্ট আবহাওয়ার প্রয়োজন, যেমন পর্যাপ্ত আর্দ্রতা এবং উপযুক্ত বাতাস সহ মেঘের উপস্থিতি। মেঘ তৈরি করে কৃত্রিম বৃষ্টি তৈরি করা প্রাক-শীতকালীন মাসগুলিতে তা কাজ করতে পারে কি না সেই বিষয়ে খতিয়ে দেখা বাকি, এছাড়া কৃত্রিম বৃষ্টি করানোর জন্য ডিজিসিএ ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রক এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজির থেকে একাধিক অনুমোদন নেওয়া বাকি।

এবার কৃত্রিম বৃষ্টি কি পারবে দিল্লির বায়ু দূষণের মোকাবিলা করতে? চলছে কৃত্রিমভাবে মেঘ তৈরির প্রস্তুতি, জানুন বিস্তারিত

গত সেপ্টেম্বরে দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, বায়ু দূষণ মোকাবিলায় শীতকালীন পদক্ষেপ হিসাবে এই শহরে মেঘ সৃষ্টি করার প্রস্তুতি চলছে। আইআইটি কানপুরের অধ্যাপক মণীন্দ্র আগরওয়াল জানিয়েছেন যে, কৃত্রিম বৃষ্টি সাময়িকভাবে দূষণ থেকে কিছুটা হলেও স্বস্তি দিতে সক্ষম। আইআইটি দল দিল্লি সরকারকে জানিয়েছে যে, প্রকল্পের আনুমানিক খরচ প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১ লক্ষ টাকা। বহু বছর ধরে, চীন এবং মধ্যপ্রাচ্যের দেশগুলি বায়ু দূষণ মোকাবেলায় কৃত্রিম বৃষ্টি ব্যবহার করে আসছে।

আরও পড়ুন: এবার কেজরিওয়াল সরকার নিল বড়ো সিদ্ধান্ত! জোড় বিজোড় নিয়ম স্থগিত! কি বললেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই? জানুন বিস্তারিত

আরও পড়ুন: চৌপাট্টিতে পৌঁছান রাত ৩টের সময়, মানেননি পুলিশের বাধা! কফি উইথ করণ শোতে, সারা ও অনন্যা শেয়ার করলেন একে ওপরের গোপনীয় কথা! জানুন বিশদে

আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকাণ্ড! এবার বিধ্বংসী আগুনে দাউ দাউ করে জ্বলছে হাওড়ার ফোরশোর রোডের গুদাম! কি ঘটেছিল জানুন বিস্তারিত

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)