
Table of Contents
Bahok News Bureau: ‘ব্ল্যাক ফ্রাইডে’ (Black Friday) শব্দটির সঙ্গে পরিচিত নন অনেকেই। তবে, বর্তমানে ইউরোপ, আমেরিকার পাশাপাশি বাঙালিরাও এই উৎসব পালন করছেন, বিশেষ করে কেনাকাটায়। বিভিন্ন শোরুম, ওয়েবসাইট থেকে শুরু করে অনলাইনের পেজগুলোতে দেওয়া হচ্ছে ‘ব্ল্যাক ফ্রাইডে’ সেল। এই উৎসবে সামিল হয়েছেন অনেকে জেনে, আবার অনেকে না জেনে।
কবে শুরু হয়েছে এই সেল? (When was Black Friday started?)

‘ব্ল্যাক ফ্রাইডে’ সেল সর্বপ্রথম শুরু হয়েছিল আমেরিকায় (America)। এখন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য পাশাপাশি এশিয়া মহাদেশেও এর প্রভাব পড়েছে। ব্ল্যাক ফ্রাইডে সেলের (Black Friday Sale) কারণে অনেক ই-কমার্স ওয়েবসাইট পণ্যে ছাড় দিচ্ছে। ব্ল্যাক ফ্রাইডেতে শুধু অনলাইন নয়, অফলাইন স্টোরেও পাওয়া যাচ্ছে বিশাল ছাড়। মানুষ এই সেলে করছেন প্রচুর কেনাকাটা।
‘ব্ল্যাক ফ্রাইডে’এর নেপথ্যের ইতিহাস: (History of Black Friday)

ঘটা করে পালন হওয়া এই ‘ব্ল্যাক ফ্রাইডে’-এর পেছনের ইতিহাস কি আপনি জানেন? কোথা থেকেই বা এলো এই ‘ব্ল্যাক ফ্রাইডে’ দিবস এবং কেনই বা শুরু হয়েছিল এই দিন পালন? আসুন জেনে নেওয়া যাক এর পেছনের ইতিহাস। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে ‘থ্যাঙ্কসগিভিং’ (Thanks Giving) অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নবান্ন উৎসবের ঠিক পরেই ব্ল্যাক ফ্রাইডের বিক্রি শুরু হয়। এই দিন থেকে আপনি ক্রিসমাসের কেনাকাটা শুরু করতে পারেন। এই দিনটি পালিত হয় নভেম্বরের শেষ বৃহস্পতিবার এবং শুক্রবার পালিত হয় ব্ল্যাক ফ্রাইডে দিবস হিসেবে।
কেন শুরু হয় ব্ল্যাক ফ্রাইডে সেল? (Why did Black Friday Sale Start?)

১৮৬৯ সালে আমেরিকায় প্রথম শুরু হয় ব্ল্যাক ফ্রাইডে সেল (Black Friday Sale)। সেবছর আমেরিকায় দেখা দেয় ভয়াবহ অর্থনৈতিক মন্দা। ব্যবসায়ীরা একের পর এক লোকসান গুনতে গুনতে হাঁপিয়ে উঠেছিলেন। তখন তারা এমন একটি দিনের কথা ভাবছিলেন, যেদিন সব পণ্যে থাকবে বিশেষ ছাড়।
ব্ল্যাক ফ্রাইডে নামকরণের কারণ কি? (Reason behind naming Black Friday)
সিদ্ধান্ত নেওয়া হয় নভেম্বরের শেষ শুক্রবার হবে সেই দিন। আমেরিকায় ১৮৬৯ সালের শেষ শুক্রবার দিনটিকে বলা হয় ‘ব্ল্যাক ফ্রাইডে’ (Black Friday)। দেখা যায়, এদিন যে পরিমাণ বিক্রি হয় তাতেই অর্থনৈতিক সূচক এক লাফে অনেক উপরে উঠে যায়। এখানে ব্ল্যাক বা কালো শব্দটি নেতিবাচক হলেও ব্যবসায়ীদের জন্য এটি ইতিবাচক দিক নির্দেশ করে। সেসময় হিসাবের খাতায় লোকসানের হিসাব লেখা হতো লাল কালিতে এবং লাভের হিসাব কালো কালিতে লেখা হত। তাই ব্ল্যাক ফ্রাইডেতে যেহেতু ব্যবসায়ীরা লাভবান হয়েছিলেন তাই ওইদিন কালো কালিতে লাভের হিসাব লেখা শুরু হয়। এজন্য এই দিনটিকে বলা হয় ব্ল্যাক ফ্রাইডে (Black Friday)। ব্ল্যাক ফ্রাইডেতে সরকারি কোনো ছুটির দিন না হলেও ক্যালিফোর্নিয়াসহ আমেরিকার কিছু অংশে এটি রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি হিসেবে বিবেচনা করা হয়। এমনকি এইদিন কিছু স্কুল এবং অফিস ব্ল্যাক ফ্রাইডে ও থ্যাঙ্কসগিভিং দিবস (Thanks Giving Day) উপলক্ষে ছুটি ঘোষণা করে থাকে।
আরও পড়ুন: Cyclone Midhili: আর কিছু সময় পেরলেই শুরু হবে তাণ্ডব! প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’! জানুন বিশদে
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।