বাহক নিউজ় ব্যুরো: সদ্য নির্বাচিত হয়েছে ভারতের নয়া রাষ্ট্রপতি (President)। ২১শে জুলাইয়ের ফলাফল অনুযায়ী এই নির্বাচনে দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) নির্বাচিত হন। ২৪শে জুলাই তারিখে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের (Ram Nath Kovind) মেয়াদ শেষ হওয়ার পর ২৫শে জুলাই তারিখে সদ্য নির্বাচিত দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন। এবার বেশ কিছু মানুষ রাষ্ট্রপতির বেতন (Salary Of President) ও সুযোগ-সুবিধার (Benefits And Perks) ব্যাপারে খুঁটিনাটি জানলেও, বেশিরভাগ তথা সাধারণ মানুষই এই বিষয়ে অবগত নন। এবার রাষ্ট্রপতি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য যাতে সবার চোখের নাগালে গিয়ে পৌঁছায়, সংক্ষেপে পেশ করা হল এই আর্টিকল।
বেতন: বর্তমানে রাষ্ট্রপতির মাসিক বেতন (Monthly Salary of President in India) ৫ লক্ষ টাকা। যদিও আগে রাষ্ট্রপতির বেতন দেড় লক্ষ টাকা ছিল। মূলত, ২০১৮ সালের কেন্দ্রীয় সরকারের বাজেটে (Budget 2018) ঘোষণাতেই বাড়ানো হয় রাষ্ট্রপতির বেতন। এই ঘোষণায় জানানো হয় যে, রাষ্ট্রপতির বেতন ২০০ শতাংশ হারে বাড়ানো হয়েছে।
বেতন বৃদ্ধির ইতিহাস: সালটা ১৯৫১, সেই সময়ে মাসিক বেতন ছিল ১০ হাজার টাকা এবং মাসিক ভাতা ছিল ১৫ হাজার টাকা। ১৯৮৫ সালে রাষ্ট্রপতি বেতন হিসাবে ১৫ হাজার টাকা ও ভাতা হিসাবে ৩০ হাজার টাকা পেতে শুরু করেন। এরপরে, ১৯৮৯ সালে রাষ্ট্রপতির মাসিক বেতন বেড়ে যায় ও ভাতা কমে যায় আগের তুলনায়। ওই বছরে রাষ্ট্রপতি বেতন ও ভাতা হিসাবে পান যথাক্রমে ২০ হাজার টাকা ও ১০ হাজার টাকা। তারপরে, ১৯৯৮ সালে রাষ্ট্রপতির মাসিক বেতন ৫০ হাজার টাকা হয়ে যায়। এরপরে, একটানা বেশ কয়েকবছর রাষ্ট্রপতির মাসিক বেতন একই থাকে। অবশেষে এই বেতন ২০০৮ সালে লক্ষের বেড়া পেরিয়ে যায় ও রাষ্ট্রপতির বেতন হয়ে যায় দেড় লক্ষ টাকা। তারপরে, ২০১৮ সালে এই বেতনই বেড়ে হয়ে যায় ৫ লক্ষ টাকা।
রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়ে গেলে কি পেনশন পান? পেলে কত টাকা? হ্যাঁ, রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ শেষ হয়ে গেলে তিনি পেনশন (Pension Of President) পান। এক্ষেত্রে, পেনশন হিসাবে তিনি মাসিক দেড় লক্ষ টাকা পান।
বর্তমানে রাষ্ট্রপতি কোন কোন সুযোগ সুবিধাগুলো পান?
- রাষ্ট্রপতি করমুক্ত (Tax free) মাসিক বেতন পান।
- বিনামূল্যে রাইসিনা হিলসে (Raisina Hills) থাকার সুযোগ।
- চিকিৎসা খরচ (Medical Expenses) ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার যাবতীয় খরচ সম্পূর্ণ বিনামূল্যে।
- বিমানে সঙ্গী-সহ সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা। উল্লেখ্য, রাষ্ট্রপতি এই একই সুবিধা ট্রেনেও পাবেন।
- ‘কাস্টম বিল্ট মার্সিডিজ বেঞ্চ এস৬০০’ (Custom Built Black Mercedes Benz S600) গাড়ি পুরোপুরি রাষ্ট্রপতির জন্য।
- ব্যক্তিগত নিরাপত্তা ছাড়াও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।
- রাষ্ট্রপতি ভবনে যে সমস্ত কর্মচারীরা কাজে নিযুক্ত থাকেন, তাঁদের জন্যে মোটা অঙ্কের অর্থ বরাদ্দ করা থাকে।
- এছাড়াও, দুটি ল্যান্ডলাইন ফোন ও একটি মোবাইল ফোনের ব্যবস্থা। তাও আবার বিনামূল্যে।