বাহক নিউজ় ব্যুরো : দেশ ও সরকার পরিচালনার জন্য যে কত চিন্তা ভাবনার প্রয়োজন তা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে তালিবানেরা। একে অর্থসংকট তার মাঝে দেশের লক্ষাধিক মানুষ অনাহারের মুখে পড়েছে। পরিস্থিতির পরিবর্তন আনতে এবার তালিবান-সরকার এক নতুন কর্মসূচি ঘোষণা করেছে। কায়িক শ্রম করলে এবার থেকে টাকা নয় বরং পাওয়া যাবে গম। এমনটাই জানানো হয়েছে সরকার সূত্রে।
তালিবানের মুখপাত্র জাবিদুল্লাহ মুজাহিদ সাংবাদিক বৈঠক করে জানান আফগানিস্তানের সমস্ত বড় শহরগুলোতে এই কর্মসূচি চালু হবে। শুধু কাবুলেই কমপক্ষে ৪০ হাজার পুরুষকে কাজের সুযোগ দেওয়া হবে। কায়িক শ্রমের পরিবর্তে তাদের টাকা না দিয়ে সরাসরি গম দেওয়া হবে।
জাবিদুল্লাহ বলেন “দেশের বেকারত্ব দূর করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যারা কর্মহীন তাদের একাধিক কাজের সুযোগ করে দেওয়া হবে এবং শ্রমের বদলে গম দেওয়া হবে। তবে সকলকে অনেক পরিশ্রম করতে হবে।”
রাষ্ট্রপুঞ্জের প্রকাশিত একটি নতুন রিপোর্টে বলা হয়েছে ফসল তোলার পর প্রায় দুই মাস পরও আফগানিস্তানে ১.৯ কোটি মানুষ চরম অনাহারের মুখে পড়েছেন। যা গত বছরের তুলনায় ৩০% বৃদ্ধি পেয়েছে। রিপোর্টে আরও জানানো হয়েছে যে আগামী নভেম্বর মাস থেকে ২০২২ সালের মার্চ মাস অব্দি আফগানিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি জনগণ খাদ্য সংকটের মুখে পড়বেন এবং অনাহারের শিকার হবেন। আর্থিক সংকটের কারণে খাদ্য সামগ্রীর দাম বাড়ায় সংকট আরো চরমে উঠবে।
বিশ্বখাদ্য প্রোগ্রামের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে ‘আমরা আফগানিস্তানকে এভাবে ধ্বংস হয়ে যেতে দেখতে পারিনা। আন্তর্জাতিক মহলকে মিলিতভাবে এই সংকটকে বিপর্যয়ে পরিণত হওয়ার হাত থেকে রক্ষা করতে হবে ।আফগানিস্তানের পরিস্থিতি এমনিই সংকটজনক তার ওপর খরা, সহকারী ব্যবস্থার পতন, ক্রমবর্ধমান অর্থ সংকটের কারণে গোটা দেশ এক চরম সংকটের মুখে পড়েছে।’