বাহক নিউজ় ব‍্যুরো: হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সিস্টেমে যুক্ত হচ্ছে আরও এক নতুন ফিচার। এবার থেকে লাস্ট সিন কারা কারা দেখতে পাবেন আর কারা কারা দেখতে পাবেন না তাও বাছাই করা যাবে হোয়াটসঅ্যাপে । এমন‌ই এক ফিচার আনছে মেটার এই অ্যাপ।

হোয়াটসঅ্যাপে লাস্ট সিন এর মাধ্যমে বোঝা যায় ব্যবহারকারী শেষবার কখন হোয়াটসঅ্যাপ খুলেছিলেন । তা থেকে আন্দাজ পাওয়া যায় সেই ব্যবহারকারীর সক্রিয়তার। কিন্তু এই লাস্ট সিন লুকিয়ে রাখার ব্যবস্থাও করা হয়েছে । কেউ যদি না চান তার সক্রিয়তার সময় জানাতে তবে লাস্ট সিন হাইড করে দেওয়া যায় স্বচ্ছন্দে। তবে সেক্ষেত্রে যিনি লাস্ট সিন বন্ধ করছেন তিনি অন্য কারো লাস্ট সিন‌ও দেখতে পান না।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

হোয়াটসঅ্যাপের সেটিংসে লাস্ট সিন এর ক্ষেত্রে মোট তিনটি অপশন দেওয়া হয়। এক হল ‘এভরিওয়ান’ অর্থাৎ লাস্ট সিন দেখতে পাবেন সকলেই। ‘মাই কন্টাক্টস’ অর্থাৎ ব্যবহারকারীর ফোনে যাদের নাম্বার সেভ করা আছে তারাই কেবল মাত্র লাস্ট সিন দেখতে পাবেন । এছাড়া থাকে ‘নোবডি’ নামের আরও একটি অপশন, যা বেছে নিলেলাস্ট সিন কেউ‌ই দেখতে পারেনা।

কিন্তু হোয়াটসঅ্যাপে এবার শিগগিরই চালু হতে চলেছে একটি নতুন ব্যবস্থা। এর মাধ্যমে পছন্দমত ঠিক করা যাবে কে কে লাস্ট সিন দেখতে পাবে আর কে কে পাবে না । ইতিমধ্যেই এই অপশন দেওয়া হয় হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস প্রাইভেসিতে এবার তা লাস্ট সিনেও যোগ করা হবে। ‘এভরিওয়ান’, ‘মাই কন্টাক্টস’, ‘নোবডি’-র পাশাপাশি এবার থাকবে ‘মাই কন্টাক্টস এক্সসেপ্টস’ অপশন‌ও।