Table of Contents
Bahok News Bureau: আমরা তরুণ সমাজ জীবনের অনেক বাধার কাছেই হেরে যাই, অনেক সময়েই আমরা নিজেদেরকে প্রশ্ন করে বসি, ‘এ জীবন কী জন্য?’ আমরা অনেক সময়েই ক্লান্ত অনুভব করি জীবন যুদ্ধে করতে করতে। অনেক সময়েই ভাবতে বসি, ‘আর কত দিন?’ এদিকে, এই সমাজেরই এমন কিছু জলজ্যান্ত কাহিনী আছে যেগুলো এই ক্লান্ত চোখে পড়তে পড়তেই অবাক হয়ে যেতে হয়। নিজেকে তখন আবার বলতে হয়, ‘এখন তো নিজের ভাগের লড়াই অনেকটা বাকি, এখনই কি হাল ছাড়া যায়?’
আজ এমনই বাস্তব জীবনের দুই কাহিনীর কথা বলতে চলেছি, যা জীবনের বিভিন্ন দাবি ‘আর পারব না’ বা বিভিন্ন প্রশ্ন ‘আর কত দিন?’-কেও হার মানিয়ে দেয়। এমন কাহিনী বয়সের জেরে কাঁপতে থাকা থরেথরে পা গুলোর, এই কাহিনী বয়সের ভারে ঝুঁকতে থাকা পিঠের, এই কাহিনী বয়সের কাছে হার না মানা বৃদ্ধ-বৃদ্ধাদের, যারা বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও মাথা উঁচু করে জীবনযাপন করছেন।
লোকাল ট্রেনে চকোলেটের বাক্স নিয়ে বিক্রি করতে থাকা অদম্য বৃদ্ধা:
ভাইরাল ভিডিওর দৌলতে প্রকাশ্যে এলো মুম্বাইয়ের এক বৃদ্ধার যুদ্ধের কাহিনী। এক বৃদ্ধা লোকাল ট্রেনে চকোলেট (Chocolate) বিক্রি করছেন, এমনটাই দেখা গেছে ভিডিওতে। ভিডিও অনুযায়ী, মুম্বাইয়ের একটি লোকাল ট্রেনের একটি কম্পার্টমেন্টে এক বৃদ্ধাকে দেখা গেছে। সেই বৃদ্ধা কম্পার্টমেন্টটির এক প্যাসেঞ্জারের কাছ থেকে আরেক প্যাসেঞ্জারের কাছে যাচ্ছেন, যদি চকোলেট বিক্রি হয় এই আশায়।
ভিডিওটি পোস্ট করতে দেখা গেছে স্বাতী মালিওয়াল (Swati Maliwal) নামক একটি ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টের তরফে। ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা একটি গান যেন ভিডিওটিকে পূর্ণতা দিয়েছে। গানটি হল, “মানা কে মুশকিল হ্যা সফর, পার সুন ও মুসাফির…”। ভিডিওর ক্যাপশনে লেখা, “কারোর জীবন আরামে অতিবাহিত হয়, তো আবার কারোর জীবনে সংঘর্ষের সঙ্গে। এই মহিলা এবং এঁর মতো আরও সমস্ত হাজারো মানুষ যারা দুই বেলা খাবারের জন্য পরিশ্রম করছেন, সম্ভব হলে তাঁদের কাছে কিছু কিনবেন”। টুইটারেত্তিদের এই ভিডিওটিকে বেশ পছন্দ করতে দেখা গেছে। উল্লেখ্য, এই ভিডিও ইতিমধ্যে এক লক্ষ ভিউ পেয়ে গেছে।
किसी की ज़िंदगी आराम है, संघर्ष किसी की ज़िंदगी का नाम है। ये महिला और इनके जैसे हज़ारों लोग जो मेहनत कर दो वक्त की रोटी कमाते हैं, हो सके तो उनसे सामान ज़रूर खरीदें। pic.twitter.com/zKXU3oIE8w
— Swati Maliwal (@SwatiJaiHind) September 5, 2022
দুই মুঠো ভাতের জন্য এক বৃদ্ধ দম্পতি বিক্রি করছেন পোহা
এর আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল এক বৃদ্ধ দম্পতির। প্রায় ৭০ লাগোয়া বয়স হবে এক বৃদ্ধ ও বৃদ্ধাকে পোহা (Poha) বিক্রি করতে দেখা গেছে ভিডিওতে। ইন্সটাগ্রামে ফুড ব্লগার জুড়ি বিবেক ও আয়েশা কর্তৃক ভিডিওটি পোস্ট করা হয়েছিল। বৃদ্ধ জানান যে, প্রতিদিন বিক্রি করার জন্য তাঁদেরকে ভোরের বেলা ঘুম থেকে উঠতে হয়।তারপরে তাঁরা নিজেদের খাবার মতো কিছু খান এবং সকাল ৬টাতেই বিক্রি করার জন্য স্টল লাগিয়ে দেন। অপরদিকে, বৃদ্ধাকে দেখা গেছে খুবই সুন্দর এক গাল হাসি নিয়ে পোহা বানাতে। বৃদ্ধাকে আরও বলতে দেখা যায় যে, দৈনিক প্রয়োজনীয় খরচ ও ভাড়া মেটানোর জন্য অর্থের ব্যবস্থা করার খুব প্রয়োজন বোধ হয় তাঁদের। এই অবস্থায় তাঁরা দুজনে মিলে পোহা বিক্রি করে জীবিকা নির্বাহ করার সিদ্ধান্ত নেন।
View this post on Instagram