
Bahok News Bureau: অবশেষে দীর্ঘ জল্পনা কাটিয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর (Chhattisgarh New CM) নাম ঘোষণা করলো বিজেপি সরকার। ভূপেশ বাঘেলের পর এবার ছত্তিশগড়ের দায়িত্ব নিলেন বিষ্ণু দেও সাই (Vishnu Deo Sai)। ‘আদিবাসী মুখ’ সাই রাজনীতি জগতের এক বর্ষীয়ান নেতা। ক্ষমতার অলিন্দের নানান চড়াই উৎরাই পেরিয়ে আজ তিনি ছত্তিশগড়ের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী। ১৯৬৪ সালের ২১ শে ফেব্রুয়ারি, বিষ্ণু দেও ছত্তিশগড় রাজ্যের যশপুর জেলার বাগিয়া গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি যশপুরের কুঙ্কুরির লোয়োলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তার উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াশোনা করেছেন। তাঁর বাবা হলেন রাম প্রসাদ সাই এবং মা হলেন যশমনি দেবী। (Chhattisgarh New CM Vishnu Deo Sai)
মুখ্যমন্ত্রী বিষ্ণু সিং সাইয়ের ব্যাপারে ১০ টি অজানা তথ্য: (Chhattisgarh New CM 10 Unknown Facts)
১. ছত্তিশগড়ে অজিত যোগীর পর দ্বিতীয় আদিবাসী মুখ্যমন্ত্রী হলেন বিষ্ণু দেও।
২. রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা এই ব্যাক্তি ১৯৮৯ সালে প্রথম বাঘিয়া গ্রাম পঞ্চায়েতে জয় লাভ করে। তাঁর দাদু বুদনাথ সাই ১৯৪৭- ৫২ সাল পর্যন্ত বিধায়ক হিসেবে কাজ করেছেন। তাঁর জেঠু নরহরি প্রসাদ সাই জন সংঘের সদস্য ছিলেন এবং 1962-67 1972-77 সাল পর্যন্ত MLA এবং 1977-79 সাল পর্যন্ত MP ছিলেন।
৩. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম মেয়াদে কেন্দ্রীয় ইস্পাত প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

৪. এরপর ১৯৯০ সালে প্রথমবার নিজের সম্পত্তির কিছু অংশ বিক্রি করে বিধায়ক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন অবিভক্ত মধ্যপ্রদেশের যশপুর জেলা এবং জয়ী হন।
৫. এরপর ১৯৯৮ সালে পাঁঠালগাঁ বিধানসভা ভোটে তিনি পরাজিত হন।
৬. ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে কুঙ্কুরি কেন্দ্র থেকে কংগ্রেসের UD Minj কে পরাজিত করেন তিনি।
৭. ১৯৯৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত সাংসদ ছিলেন। সাংসদ থাকাকালে তিনি অনেক কমিটির গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব সামলেছেন।
৮. ২০১৯ সালে তাঁকে আর লোকসভা ভোটে টিকিট দেওয়া হয়নি।
৯. রাজনীতিতে যোগদানের পূর্বে বিষ্ণু ছিলেন একজন কৃষক।
১০. অম্বিকাপুর থেকে গ্রাজুয়েশান করার সময় থেকেও ১৯৮৮ সাল থেকে তিনি রাজনীতিতে যোগ দেন।
ছত্তীসগঢ়ের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বিষ্ণু দেও সাঁই বলেন, আমি ‘সবকা বিশ্বাস’-এর জন্য সৎভাবে কাজ করব। ‘মোদির গ্যারান্টি’-তে ছত্তীসগঢ়ের মানুষকে দেওয়া আশ্বাস পূরণ করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আমরা প্রতিশ্রুতি পূরণ করার চেষ্টা করব। প্রথম কাজ হবে মানুষকে ১৮ লক্ষ বাড়ি দেওয়া।তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (PM Narendra Modi)।
UNICEF Day 2023 : জানেন ইউনিসেফ দিবস কি? এর উদ্দেশ্য, তাৎপর্য কি? জানুন বিশদে
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।