বাহক নিউজ় ব্যুরো: ওটিটি কিংবা ডিজিটাল প্লাটফর্মে কাজ করা একেবারেই ছেড়ে দিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। এই সিদ্ধান্তের যথাযথ কারণ দেখিয়েছেন অভিনেতা । ওটিটি প্লাটফর্মে এখন যে ধরনের বিষয় তুলে ধরা হচ্ছে বা যেসব বিষয়ে দেখানো হচ্ছে তার তীব্র বিরোধিতা করেছেন নওয়াজ।
তিনি বলেছেন ‘ওটিটি প্লাটফর্মগুলি গার্বেজ এর মত হয়ে গেছে। যেগুলো কোথাও দেখানো হচ্ছে না তা ওটিটি প্লাটফর্মে ফেলে দেওয়া হচ্ছে। ঠিক যেভাবে ডাস্টবিনে আবর্জনা ফেলা হয় । এরকম অনেক সিরিজ আছে যা দেখারও অযোগ্য। অনেক সিক্যুয়েল তৈরী যা নতুন করে কিছুই বলে না । ফলে সেগুলোর জায়গা হয়ে ওঠে ওটিটি প্ল্যাটফর্ম।
তিনি আরো বলেন ,”আমি যখন নেটফ্লিক্সের জন্য সেক্রেড গেমস করেছিলাম তখন ডিজিটাল প্লাটফর্ম নিয়ে একটা উচ্ছ্বাস ছিল । অনেক নতুন তারকারা উঠে এসেছিলেন । কিন্তু সেই তরতাজা ভাব হারিয়ে গেছে । কিছু বড় প্রযোজনা সংস্থার ‘ধান্দা’ করছে ওটিটি প্লাটফর্ম নিয়ে। কিছু অভিনেতা ওটিটি প্লাটফর্মে অভিনয় করে নিজেদের বড় স্টার মনে করছেন। প্রচুর ছবি মুক্তি পাচ্ছে ডিজিটাল মাধ্যমে । ভালো কাজের মান কমে যাচ্ছে।”
নওয়াজ মনে করেন ,বড় পর্দার বড় বড় স্টারদের সঙ্গে সমান্তরাল হয়ে উঠেছেন ওটিটি প্ল্যাটফর্মের তারকারা। তাদের স্টার বলতে কুন্ঠাবোধ করেন নওয়াজ। তারা নাকি বলিউডের প্রথম সারির তারকাদের মতো ঝামেলা শুরু করেছেন । বেশি টাকা চাইতে শুরু করেছেন। তিনি এও মনে করেন এইসব স্টাররা ভুলে গেছেন যে কোন ছবি বা সিরিজের আসল স্টার হল বিষয়বস্তু।
২২শে অক্টোবর হল খুলেছে মুম্বাইয়ে। এই সময়ে নওয়াজের মতো তারকারা সিদ্ধান্ত নিয়েছেন আর ওটিটি প্লাটফর্মে কাজ করবেন না তারা। ফলে সিদ্ধান্ত কি নিছকই কাকতালীয় নাকি অন্য কোনো কারণ আছে ? নওয়াজের মত আরো অন্য কোন তারকা ওটিটিতে কাজ করা ছেড়ে দেবেন প্রশ্ন এখন সেখানে।